দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচে তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন আর তা হচ্ছে না। নতুন করে রোববার (২৫ অক্টোবর) দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল হোয়াটঅ্যাপ গ্রুপে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচে সূচি নুতন করে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৩ অক্টোবর) নির্ধারিত থাকলেও এখন এটি রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচে তারিখ পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে, আগামী তিনদিন (৭২ ঘণ্টা) আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসের আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রেসিডেন্ট’স কাপের প্রত্যেক ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আগামী ৭২ ঘণ্টা ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়া ছাড়া কমবে না। ফলে ফাইনাল ম্যাচের জন্য রাখা শনিবারের (২৪ অক্টোবর) রিজার্ভ ডের উপর আর ভরসা করা হয়।
এদিকে এর আগে বিসিবি থেকে জানানো হয়েছিল, শুক্রবার হওয়ায় ফাইনাল ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। তবে তারিখ পরিবর্তন হওয়ায় এখন আর সেটি থাকছে না। পূর্বের ম্যাচগুলো ন্যায় দুপুর দেড়টায় শুরু হবে ফাইনাল ম্যাচের খেলা।
তবে ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন হলেও ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের বিষয়টি ঠিক রয়েছে। প্রেসিডেন্ট’স কাপের সবগুলো ম্যাচ শুধুমাত্র বিসিবির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হলেও ফাইনাল ম্যাচ বিটিভিকে সরাসরি সম্প্রচার করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]