ফাইনাল শুরু দুপুর ২টায়, সরাসরি দেখাবে বিটিভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৩ অক্টোবর ২০২০
ফাইনাল শুরু দুপুর ২টায়, সরাসরি দেখাবে বিটিভি

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টের লিগ পর্বে খেলা শেষ হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল নাজমুল একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায়। লিগ পর্বের সবগুলো ম্যাচ দুপুর দেড়টায় শুরু হলেও জুমার নামাজের জন্য আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট’স কাপের লিগ পর্বের সবগুলো ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হলেও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি টেলিভিশনে সম্প্রাচার করা হবে। বিসিবির ব্যবস্থাপনায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

টুর্নামেন্টের মোট তিন দলের মধ্যে লিগ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নাজমুল একাদশ। চার ম্যাচে মাত্র একটিতে পরাজয় ছাড়া বাকি তিনটিতে জয় পাওয়া নাজমুল একাদশের সংগ্রহ ৬ পয়েন্ট।

শেষ ম্যাচে নাজমুল একাদশের কাছে তামিমদের হেরে যাওয়ায় ফাইনালে ওঠা অন্য দল হরো মাহমুদউল্লাহ একাদশ। তাদের সংগ্রহে চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট। আর বিদায় নেওয়া তামিম একাদশের সংগ্রহ মাত্র এক ম্যাচ জয়ে ২ পয়েন্ট।

লিগে মাহমুদউল্লাহ একাদশের কাছে দুইবার এবং সর্বশেষ নাজমুল একাদশের বিপক্ষে তারা পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। এছাড়া একমাত্র জয়টিও এসেছিল নামজমুল একাদশের বিপক্ষে।

মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।

স্ট্যান্ডবাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে খুলে যেতে জাতীয় দলের দরজা

‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

‘প্রতি বছরই প্রেসিডেন্টস কাপ আয়োজন করা উচিত’

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি