ফিটনেসের কারণে বিসিবি প্রেসিডেন্ট’স কাপে খেলছেন না টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামনে বিসিবির টি-টোয়েন্টি লিগ দিয়ে ক্রিকেট মাঠে ফেরার কথা রয়েছে তার। তবে তার আগে এলো দুঃসংবাদ। টি-টোয়েন্টি লিগে ফেরার আসায় ফিটনেস অনুশীলনে ইরজুরিতে পড়েছেন মাশরাফি।
প্রাণঘাতি করোনার কারণে বন্ধ ছিল সকল খেলা। মাশরাফিও ক্রিকেট থেকে দূরে রয়েছেন প্রায় সাত মাস। বিসিবির টি-টোয়েন্টি লিগে খেলার উদ্দেশ্যে রাজধানীর সিটি ক্লাব মাঠে গত কয়েক দিন আগে মাশরাফি শুরু করেছিলেন ফিটনেস অনুশীলন। সেখানে ক্রিকেটের পাশাপাশি তিনি ফুটবলও খেলেছেন।
সেখানেই দুইদিন আগে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মাশরাফি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৌড়ানোর সময় মাশরাফি হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন। ফোনে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসার কথা জানানো হয়েছে। তবে স্ক্যান করিয়ে নিলে ভালো হবে। তাহলে বোঝা যাবে আঘাত কতটুকু।
চলতি বছরের মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন মাশরাফি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে খেলেছেন প্রথম রাউন্ডের মাত্র একটি ম্যাচ। এরপর করোনা কারণে খেলা বন্ধ হয়ে যায়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]