‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২২ অক্টোবর ২০২০
‘আনফিট’ ধোনিকে পরামর্শ দিলেন মিয়াঁদাদ

চলমান আইপিএলে ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলের সবার নীচে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে ব্যাট হাতে এখন পর্যন্ত ১৩৬ রান করেছেন ধোনি। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ৪৭।

ভারতের সাবেক এ অধিনায়ককে এ অবস্থায় ফিট মনে করছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। আইপিএলে ধোনির খেলা দেখে এমন মন্তব্য করেছেন মিয়াঁদাদ।

ভারতের সংবাদমাধ্যমে মিয়াঁদাদ বলেন, ‘এবারের আইপিএলে ধোনির ব্যাটিং দেখছি। আমার মতে, তার টাইমিং ও রিফ্লেক্সে সমস্যা আছে। যখন কোন ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট থাকে না, তখনই তার সমস্যা ফুটে ওঠে। ধোনির ব্যাটিংয়ে তেমন সমস্যাই দেখা যাচ্ছে। ধোনিকে আমার ফিট মনে হচ্ছে না।’

দীর্ঘদিন পর খেলায় ফেরার কারণে ধোনির এমন সমস্যা হচ্ছে বলেও মনে করেন তিনি। বলেন, ‘ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পর আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেনি ধোনি। দীর্ঘ বিরতির পর আইপিএলে খেলতে নেমেছে ধোনি। আমার মতে, এটাই এখন তার বড় সমস্যা। দীর্ঘ বিরতির পর ম্যাচ ফিট সহজ নয়। তার ফিট হতে আরও পরিশ্রম করতে হবে এবং সময় লাগবে।’

ফিট হতে ধোনিকে পরামর্শও দিয়েছেন মিয়াঁদাদ। নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে মিয়াঁদাদ বলেন, ‘আমি মস্তিস্ক দিয়ে ক্রিকেট খেলতাম। এতে বয়স কোন সমস্যা নয়। হয়তো পুরোপুরিভাবে সেরাটা দেওয়া যাবে না। তবুও দলের প্রয়োজন মেটানো সম্ভব। আমার পরামর্শ হলো- অনুশীলনে ধোনির আরও সময় বাড়ানো উচিত। নেটে যদি এক ঘণ্টা ব্যাট করে তবে সেটাকে দু’ঘণ্টা বাড়িয়ে দেওয়া উচিত। তবেই ধোনি দলের প্রয়োজন মেটাতে পারবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরি

আইপিএলে ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরি

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

ধোনির রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড গড়লো চেন্নাই

মাঝপথে আইপিএল ছাড়লেন পিটারসেন

মাঝপথে আইপিএল ছাড়লেন পিটারসেন

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব

দুঃসময়ের বৃত্তেই ধোনি, কোহলির দুর্দান্ত জবাব