বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ষষ্ঠ ও লিগের শেষ ম্যাচে বৃ্ষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়েছে। বৃষ্টির কারণে ২ ঘণ্টা ৩৪ মিনিট খেলা বন্ধ থাকায় ৫০ ওভারের খেলা ৪১ ওভারে নামিয়ে আনা হয়েছে।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ষষ্ঠ ও লিগের শেষ ম্যাচে বৃ্ষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়েছে। বৃষ্টির কারণে ২ ঘণ্টা ৩৪ মিনিট খেলা বন্ধ থাকায় ৫০ ওভারের খেলা ৪১ ওভারে নামিয়ে আনা হয়েছে।
দুপুর দেড়টায় খেলা শুরু হওয়ার ১ ঘণ্টা ১৬ মিনিট পরেই হানা দেয় বৃষ্টি। প্রথমে গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও একটু পরেই শুরু হয় মুষলধারে। টানা ভারী বর্ষণে মিরপুর শের-ই-বাংলায় জমে পানি জমে যায়।
টানা বৃষ্টি শেষে মাঠ প্রস্তুত করতেও বেশ সময় চলে যায়। বৃষ্টি শেষে বিকেল ৫টা ২০ মিনিটে আবারও শুরু হয় খেলা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা (২ ঘণ্টা ৩৪ মিনিট) খেলা বন্ধ থাকায় ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়।
বৃষ্টি নামার আগে টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করা নাজমুল একাদশের সংগ্রহ ছিল ১৫ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান। ম্যাচটি তামিম একাদশের জন্য বাঁচা-মরার লড়াই।
ফাইনালে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তামিম একাদশকে। ফলে জয় ছাড়া তামিম একাদশের সামনে অন্য আর কোন সমীকরণ নেই। জটিল সমীকরণের কারণে ফাইনালের আগে এ ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তামিম একাদশ (১২ জন)
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাকমুদুল আকন, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, সাইফউদ্দিন, মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নাজমুল একাদশ (১২ জন)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]