বিসিবি প্রেসিডেন্ট’স কাপের সাথে জড়িত সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তবে দুই-একজনের বিষয়ে ‘সন্দেহ’ হওয়ায় তাদেরকে আবারও পরীক্ষা করা হবে। একই সঙ্গে দল থেকে তাদের আলাদা করে রাখা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খেলোয়াড়-কোচিং স্টাফ-টিম বাসচালক ও হোটেল স্টাফসহ ১২৬ জনেরই করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। তবে দুই-একজনকে আমরা আবারও পরীক্ষা করবো।’
নেগেটিভ আসার পরও আবারও কেন পরীক্ষা করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষায় নেগেটিভ আসলেও কিছু উপসর্গ রয়েছে। ফলে আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য রি-টেস্ট করবো।’
পুনরায় টেস্টকারীদের নাম প্রকাশ না করে বিসিবির প্রধান চিকিৎসক জানান, ‘দল থেকে তারা আলাদা রয়েছে। তবে কোন সমস্যা নেই। আমরা জাস্ট আরও নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করবো।’
রাজধানীর হোটেল সোনারগাঁওতে জৈব-সুরক্ষা পরিবেশে থাকা খেলোয়াড়-কোচিং স্টাফ-টিম বাসচালক ও হোটেল স্টাফসহ মোট ১২৬ জনের রোববার (১৮ অক্টোবর) করোনা নমুনা সংগ্রহ করা হয়। এর আগে টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে ৯ অক্টোবর (শুক্রবার) ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল।
এদিকে ইতোমধ্যে করোনার উপসর্গ থাকায় অনূর্ধ্ব-১৯ দলের ১০ জন ক্রিকেটার ও দু’জন সাপোর্ট স্টাফকে কোয়ারেন্টিতে পাঠানো হয়েছে। করোনা লক্ষণ থাকায় তাদেরকে বিসিবি একাডেমিতে আলাদাভাবে রাখা হয়। বাকিরা বিকেএসপিতে রয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাতিল হওয়ায় যুবাদের ক্যাম্পও স্থগিত করেছে বিসিবি।
করোনা ইস্যুতে এখনো বিসিবিকে বড় কোন সমস্যায় পড়তে হয়নি। তবে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির শুরু থেকে নিয়মিতভাবে ক্রিকেটারদের করোনা টেস্ট করে আসছে বিসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]