বিসিবি প্রেসিডেন্ট’স কাপে বাঁচা-মরার ম্যাচে তামিম একাদশের বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ একাদশ। কারণ, নিজেদের দ্বিতীয় ম্যাচে নাজমুল একাদশের কাছে হেরে পিছিয়ে গেছে মাহমুদউল্লাহরা। অন্যদিকে, ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে খেলবে তামিম একাদশ। তবে এ ম্যাচে হেরে গেলেও তাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচটি শুরু হবে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টায়। ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌজন্যে স্পোর্টসমেইল২৪.কমের ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দু’টিতে পরাজিত হয়ে চাপে রয়েছে মাহমুদউল্লাহ একদশ। নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে পরের ম্যাচে ঘুড়ে দাঁড়ায় মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশকে ৫ উইকেটে হারায় দলটি।
দ্বিতীয় পর্বে আবারও নাজমুল একাদশের কাছে ১৩১ রানের বড় ব্যবধানে হারে মাহমুদউল্লাহ একাদশ। ফলে পয়েন্ট টেবিলে রান রেটে অনেকখানি পিছিয়ে চাপে রয়েছে দলটি।
তামিম একাদশ এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে। একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে তারা। মাহমুদউল্লাহ একাদশের কাছে ৫ উইকেটে হেরে গেলেও নাজমুল একাদশের বিপক্ষে ৪২ রানের জয় নিয়ে টুর্নামেন্টের লড়াইয়ে থাকে তামিম একাদশ।
তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হেরে যাওয়ায় মাহমুদউল্লাহ একাদশের জন্য এটি বাঁচা-মরার লড়াই। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে তামিম একাদশের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ।
মাহমুদউল্লাহ একাদশের কাছে তামিমরা হারলেও ফাইনালের দৌঁড়ে টিকে থাকবে। কারণ, তাদের হাতে আরও একটি ম্যাচ রয়েছে। তবে হেরে গেলে মাহমুদুল্লাহ একাদশ টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
এদিকে ফাইনালের আগেই মাহমুদউল্লাহদের বিপক্ষের ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে তামিম একাদশ। যার কারণে ম্যাচটিতে জ্বলে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তামিম একাদশের পেসার শরিফুর ইসলাম।
হারলে টুর্নামেন্ট থেকে মাহমুদউল্লাহ একাদশের বিদায়। আর জিতলে ফাইনালের দৌড়ে টিকে থাকা। বোঝায় যাচ্ছে ম্যাচটি কতটা হাই-ভোল্টেজের ঝাঁঝ পাওয়া যাবে।
শরিফুল বলেন, ‘ম্যাচটি ফাইনালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি জিততে পারি, তবে আমরা ফাইনাল খেলবো। যদি তা না হয়, তবে পরবর্তীতে কী হবে, কেউই বলতে পারে না। তাই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ফাইনালের মতোই ম্যাচটি খেলবো।’
মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।
স্ট্যান্ডবাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]