প্রাণঘাতি করোনা পরবর্তী দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যাচ্ছে পাকিস্তান। চলতি সপ্তাহেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে এবার আর জিম্বাবুয়েকে কোন অর্থ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০১৫ ও ২০১৮ সালে পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলকে টাকা দিয়েছিল পিসিবি। তবে এবার আর সেটি করছে না পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির সংবাদ মাধ্যমকে ওয়াসিম বলেন, ‘এবারের পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়েকে কোন টাকা দেওয়া হবে না। ২০১৫ ও ২০১৮ সালের সফরে জিম্বাবুয়েকে টাকা দেওয়া হয়েছিল। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে সেটি করা হয়েছিল। তবে এবার তা করা হচ্ছে না। কারণ, পাকিস্তানে সফরে আগ্রহী তারা।’
২০১৫ সালে জিম্বাবুয়ের প্রতিটি খেলোয়াড়কে পিসিবি সাড়ে ১২ হাজার মার্কিন ডলার করে দিয়েছিল। আর ২০১৭ সালে বিশ্ব একাদশের প্রত্যক খেলোয়াড়কে ১ লাখ ইউএস ডলার করে দেওয়া হয়েছিল। ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলকে দেওয়া হয়েছিল আড়াই লাখ ডলার।
ওয়াসিম বলেন, ‘জিম্বাবুয়ে ছাড়াও বিশ্ব একাদশ-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও টাকা দেওয়া দিয়েছিল পাকিস্তান। আমরা মনে করি, ওই সময়ে সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে এবং ক্রিকেট বোর্ডের ওপর সফরকারী দলের আস্থা ফেরাতে তখন সেটি করা হয়েছিল।’
তবে ওয়াসিম খান মনে করেন, পাকিস্তানের উপর ক্রিকেটীয় বিশ্বের এখন আস্থা ফিরেছে। যার ফলে এখন কোন সফরকারী দলকে টাকা দেওয়া হবে না। বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে ওয়াসিম বলেন, ‘পাকিস্তানে সফরের জন্য এখন আন্তর্জাতিক খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের আর কোন দরকার নেই। কারণ, এখন পাকিস্তান সফরের জন্য এমনিতে আগ্রহী তারা।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]