সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন গুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৮ অক্টোবর ২০২০
সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন গুল

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের ডান-হাতি পেসার উমর গুল। ২০১৬ সালে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন তিনি। এরপর আর জাতীয় দলের খেলার সুযোগ পাননি গুল।

জাতীয় দলে না খেললেও ঘরোয়া আসরে খেলে যাচ্ছিলেন এ পাকিস্তানি পেসার। তবে শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ থেকে তার দল বেলুচিস্তান দক্ষিণ পাঞ্জাব কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সবধরনের ক্রিকেটকে বিদায় জানান ৩৬ বছর বয়সী গুল।

বিদায় বেলায় অশ্রুসিক্ত গুল দক্ষিণ পাঞ্জাব-বেলুচিস্তানের খেলোয়াড়দের কাছ থেকে সম্মানসূচক গার্ড অব অনার পান।ক্রিকেট বিদায়ের ঘোষণা দিতে গিয়ে গুল বলেন, ‘প্রায় দুই দশক নিজের ক্লাব, শহর, প্রদেশ এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক বড় সম্মানের।’

তিনি বলেন, ‘আমি শুরু থেকে শেষপর্যন্ত ক্রিকেট উপভোগ করেছি। এটা আমাকে কঠোর পরিশ্রম, শ্রদ্ধা, আত্মনিবেদন ও অধ্যবসায়ের শিক্ষা দিয়েছে। এ যাত্রায় অনেক মানুষের সঙ্গ পেয়েছি, যারা সবসময় সহযোগিতা করেছে আমাকে। আমি তাদেরকে এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দেওয়া ভক্তদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল। সবশেষ আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সাহস-অনুপ্রেরণায় আমি ক্রিকেট খেলতে পেরেছি এবং আত্মবিশ্বাস পেয়েছি। আমি কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকবো। পরিবারের সাথে সময় উপভোগ করবো। তবে ক্রিকেট থেকে দূরে থাকা কঠিন। আবারও কোন এক সময় ক্রিকেটে ফিরবো।’

২০০৩ সালে ওয়ানডে দিয়ে ক্রিকেটে পথচলা শুরু হয় গুলের। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি দলেও সুযোগ পান তিনি। পাকিস্তানের দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসার প্রতীক হন তিনি। ২০০৭ ও ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হন গুল। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা ছিল তার।

২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওভার বল করে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। সেই কীর্তি এখনো ক্রিকেটেপ্রেমিদের মনে গেঁথে আছে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে কার্ডিফে। দেশের হয়ে ৪৭ টেস্টে ৩৪ দশমিক ০৬ গড়ে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে ২৯ দশমিক ৩৪ গড়ে ১৭৯ উইকেট এবং ৬০ টি-টোয়েন্টিতে ১৬ দশমিক ৯৭ গড়ে ৮৫ উইকেট নেন গুল।

২০০১-০২ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল গুলের। ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরই জাতীয় দলে ডাক পান তিনি। ১২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫ দশমিক ৫৩ গড়ে ৪৭৯ উইকেট নেন গুল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ

নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন খুশদিল

দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন খুশদিল