প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধনী ম্যাচের পর দ্বিতীয় রাউন্ডে আবারও মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল শান্ত একাদশ। প্রথম ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহ একাদশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নাজমুল একাদশ। দ্বিতীয় ম্যাচে হলো তার ঠিক উল্টো। টস জিতে নাজমুল একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহমুদউল্লাহ একাদশ।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্বেও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ। প্রথম পর্ব শেষে পুরোপুরি সাম্যাবস্থায় রয়েছে অংশ নেওয়া তিন দল। প্রত্যেকে এক ম্যাচ করে জয় লাভ করায় এখন দ্বিতীয় পর্বে জয়লাভ করা দল ফাইনালের পথে এগিয়ে থাকবে।
প্রথম ম্যাচে নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহ একাদশ। পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহরা।
এ ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবেই ফাইনালের পথে এগিয়ে যাবে। আর হেরে যাওয়া দলকে শেষ ম্যাচে বেশি রান ব্যবধানে জয়ের অপেক্ষায় থাকতে হবে।
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান এবং সুমন খান।
নাজমুল হোসেন শান্ত একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]