কোহলি-ইমরানের মানসিকতাই এক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ০৬ মার্চ ২০১৮
কোহলি-ইমরানের মানসিকতাই এক

দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি পাঁচশোর বেশি রান করেছেন। এছাড়া দীর্ঘ প্রায় দু'মাসের দক্ষিণ আফ্রিকা সফরে সব মিলিয়ে করেছেন নয়শোর কাছাকাছি রান। দলের এমন নেতাকে কোচ প্রশংসায় ভাসাবেন এটাই তো স্বাভাবিক। ভারতের কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী কোহলিকে তাই সেরাদের কাতারে রাখছেন। প্রশংসা করেছেন তার পারফর্ম ও নেতৃত্ব গুনকে।

বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান প্রোটিয়াদের বিপক্ষে তাদের ঘরের মাঠে ছয় ম্যাচ সিরিজে তিনটি সেঞ্চুরি করেছেন। ওয়ানডে সিরিজ জিতে ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। স্বভাবসুলভ সেরা হওয়ার মানসিকতার কারণে শাস্ত্রী তাকে বড় খেলোযার হিসেবে মানছেন, 'এটা কোহলির জন্য ক্যারিয়ারের শুরুর সময়। সে এখনো তরুণ। কিন্তু এখনই সেরাদের কাতারে চলে গেছে। সে আমাকে ইমরান খানের কথা মনে করিয়ে দেয়। ভবিষ্যতে সে ক্রিকেট বিশ্বের উদাহরণ হতে চলেছে।'

এ সময় কোহলিকে কেনো ইমরান খানের সঙ্গে তুলনা করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে শাস্ত্রী বলেন, 'ইমরান এবং কোহলির মিল হলো তারা সবসময় সেরা হতে চায়। আর এই মানসিকতাই তাদেরকে এক জায়গায় দাঁড় করাচ্ছে।'

ভারতের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক কোহলির মানসিক ও শারীরিক সামর্থ্যের কথা উল্লেখ করে ভারত কোচ বলেন, 'সে সবসময় ম্যাচে কতৃত্ব করতে চায়, তার প্রতিযোগিতা করার মানসিকতা অনন্য। সে তার সামর্থ্যের উপর বিশ্বাস হারায় না। গত সিরিজে সে দারুণ করেছে।'

এক দিনের ম্যাচে ভারতীয় দলের সেরা হওয়ার কথা উল্লেখ করে রবি শাস্ত্রী বলেন, 'যখন দলের সেরা ব্যাটসম্যানকে অধিনায়ক হিসেব পাওয়া যায়। নিজেদের উপযোগী কন্ডিশন এবং সেরা দল হাতে থাকে তখন সেরা হওয়াই উচিত।' এসময় দলের খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার প্রতি জোর দেন তিনি। তাঁর দলের খেলা নিয়ে সমালোচকরা কিছু বললে তাদেরকে শুধু 'নিজের চরকায় তেল' দেওয়ার কথাই বলবেন এই কোচ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা লিগে আশরাফুলের আবারও সেঞ্চুরি

ঢাকা লিগে আশরাফুলের আবারও সেঞ্চুরি

শ্রীলঙ্কা গেল বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা গেল বাংলাদেশ ক্রিকেট দল

কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল