প্রেসিডেন্ট’স কাপে নিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। অন্যদিকে টস হেরে প্রথমে ব্যাট করছে তামিম একাদশ।
নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে হেরে যাওয়া তামিম একাদশে (১২ জনের দল) একটি পরিবর্তন আনা হয়েছে। একাদশের জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। তার পরিবরর্তে বাদ পড়েছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি।
বিসিব প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়েছে নাজমুল একাদশ। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে মাহমুদুল্লাহ একাদশকে চার উইকেটে হারিয়ে দিয়েছিল তারা। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশের কাছে নাস্তানাবুদ হওয়া তামিম একাদশ এবার মুখোমুখি হয়েছে নাজমুল একাদশের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিসিবি প্রেসিডেন্ট’স কাপের তৃতীয় ম্যাচে তামিম একাদশের একমাত্র লক্ষ্য ঘুরে দাঁড়ানো। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়ায় নাজমুল একাদশও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, আকবর আলী ও মোস্তাফিজুর রহমান।
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান ও রিশাদ হোসেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]