নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৫ অক্টোবর ২০২০
নির্বাচকের পদ ছাড়লেন মিসবাহ

ফাইল ফটো

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন মিসবাহ-উল-হক। তবে দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এ অধিনায়ক।

বুধবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিসবাহ-উল-হক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, দুটি ভূমিকা পালন করতে তাকে হিমশিম খেতে হচ্ছিল।

মিসবাহ-উল-হক বলেন, ‘আমাকে যখন পিসিবি এ দায়িত্ব দেয়, তখন বলেছিলাম আমার তাতে আপত্তি নেই। তবে আলোচনার মাঝে এ বিষয়টিও ছিল, যদি দুটি দিকে ঠিকমতো সময় দিতে না পারি। তাহলে আমি একটি ছেড়ে দেব।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ ফলাফল করতে পারেনি পাকিস্তান। পালাবদলের প্রক্রিয়ায় গত সেপ্টেম্বরে মিসবাহকে একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মিসবাহর অধীনে পাকিস্তান দলকে ঢেলে সাজানো হয়। এছাড়া পরিবর্তন আনা হয় অধিনায়কত্বেও। তবুও কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না দলটি।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, যেকোন একটি পদ ছেড়ে দিতে পারেন মিসবাহ। অবশেষে সেটাই হলো। এদিকে পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতার এ পদ নিতে চাইছেন। তবে বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

সুনীল নারিনের বোলিং অ্যাকশনে সন্দেহ

সুনীল নারিনের বোলিং অ্যাকশনে সন্দেহ

জিম্বাবুয়ের জাতীয় দলে সৌদির ক্রিকেটার

জিম্বাবুয়ের জাতীয় দলে সৌদির ক্রিকেটার

চলতি বছর ‘হচ্ছে না’ বিপিএল

চলতি বছর ‘হচ্ছে না’ বিপিএল