বিসিবি প্রেসিডেন্ট’স কাপে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। তবে প্রথম ম্যাচে অল্প সময়ের মাঝে খেলা শুরু করা গেলেও দ্বিতীয় ম্যাচে তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় মাহমুদউল্লাহ-তামিমদের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় খেলা শুরুর একটু পরেই বৃষ্টি নামে। ফলে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও ৩ ওভার শেষে বন্ধ রাখা হয় খেলা। বৃষ্টির পর বিকেল সাড়ে তিনটায় আবারও খেলা শুরু করা হয়।
দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খেলা বন্ধ থাকায় ম্যাচ ৩ ওভার কমিয়ে আনা হয়। অর্থাৎ, মাহমুদউল্লাহ-তামিম একাদশের খেলা মাঠে গড়াবে ৪৭ ওভার।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। তবে প্রথম ম্যাচে অল্প সময়ের মাঝে খেলা শুরু করা গেলেও দ্বিতীয় ম্যাচে তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় মাহমুদউল্লাহ-তামিমদের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় খেলা শুরুর একটু পরেই বৃষ্টি নামে। ফলে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও ৩ ওভার শেষে বন্ধ রাখা হয় খেলা। বৃষ্টির পর বিকেল সাড়ে তিনটায় আবারও খেলা শুরু করা হয়। দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খেলা বন্ধ থাকায় ম্যাচ ৩ ওভার কমিয়ে আনা হয়। অর্থাৎ, মাহমুদউল্লাহ-তামিম একাদশের খেলা মাঠে গড়াবে ৪৭ ওভার।
এর আগে টস জিতে তামিম একাদশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান মাহমুদউল্লাহ। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তামিম একাদশ। অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত মাত্র ২ রানে সাজঘরে ফেরেন।
টাইগার পেসার রুবেল হোসেনের বলে আউট হন তামিম। তামিম আউট হওয়ার পর মাত্র ৯ বল খেলা হয়। এরপরেই হানা দেয় বৃষ্টি।
তিন দলের টাইগার ক্রিকেটারদের এ ঘরোয়া টুর্নামেন্টে তামিম একাদশের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শান্ত একাদশের কাছে হেরে পিছিয়ে রয়েছে মাহমুদউল্লাহরা।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং মিনহাজুল আবেদিন আফ্রিদি।
মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন ও এবাদত হোসেন চৌধুরী।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]