বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মুখোমুখি হবে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
সবকিছু ঠিক থাকলে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ওপেন করতে দেখা যাবে দুই তামিমকে। টাইগার ওপেনার তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিম একাদশের হয়ে ইনিংস শুরু করবেন দুই তামিম। তারা হলেন- তামিম ইকবাল খান ও তানজিদ হাসান তামিম।
দুইজন এক দলের হওয়ায় একসঙ্গে অনুশীলন করছেন। বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মাঠে নামার আগে সোমবার এক ভিডিও বার্তায় তামিম ইকবাল দু’জনেই ওপেনিং ব্যাটম্যান হিসেবে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিম বলেন, ‘আমরা একসঙ্গে অনুশীলন করছি। আগে তো তামিম বলতে আমিই ছিলাম। এখন পেছন থেকে কেউ ‘তামিম’ বলে ডাক দিলে দু’জনই ফিরে তাকাই।’
তামিম ইকবালের সাথে তানজিদ হাসান তামিম, ছবি : বিসিবি
নাম বিরম্ভবনার কারণে জুনিয়র তামিমকে ভিন্ন কোন নামে ডাকা আহ্বানও জানান সিনিয়র তামিম। বলেন, ‘যেহেতু আমাদের নাম এক, তাই সবাই তানজিদ তামিমকেও তামিম নামেই ডাকছে। তাতে করে আমরা দু’জনই কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা এক সাথে তাকাই। আমি বলছি যে, ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়, তাহলে সে কনফিউশন দূর হবে। সেটাই ভালো।’
জুনিয়র তামিমের খেলা নিয়ে সিনিয়র তামিম বলেন, ‘আমি গত ক’দিন তার সাথে নেটে ব্যাট করেছি। তাকে খুব প্রতিভাবান মনে হচ্ছে। ভেরি এক্সাইটিং, ভেরি প্রমিজিং। ব্যাটিংয়ের নানা দিক নিয়ে কথা বলেছি। বাংলাদেশ দলের তার উজ্জ্বল ভবিষ্যৎই দেখছি। আশা করি আমাদের শুরুটা ভালো হবে।’
ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি বিসিবি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে। বিসিবির সৌজন্যে স্পোর্টসমেইল২৪.কমের ওয়েবসাইটওে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।
স্ট্যান্ডবাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]