মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দলের টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপ। বিসিবির আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ অক্টোবর) টুর্নামেন্টের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রেসিডেন্টস কাপে তিন দলের নেতৃত্ব আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের দলগুলো নামও অধিনায়কদের নামেই রাখা হয়েছে।
টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। রাইন্ড এর ৬টি ম্যাচ শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির এ ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ইউটিউবে দেখানোসহ রেডিওতে ধারাভাষ্য দেওয়া হবে। এছাড়া ফাইনাল ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি
১১ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর : তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর : মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর : তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর : ফাইনাল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]