মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ০৯ অক্টোবর ২০২০
মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

ফাইল ফটো

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছর ক্রিকেটীয় নানা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিসিবির সকল পরিকল্পনা ভেস্তে গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। এর মাঝে মার্চ থেকেই দেশে করোনার প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় সেই টি-টোয়েন্টি সিরিজও ভেস্তে যায়।

এদিকে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজনের ভুলে যায়নি বিসিবি। দেশের করোনা পরিস্থিতি অনুকূলে আসলেই তা আয়োজন করবে বিসিবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখনো আমাদের পরিকল্পনায় আছে। কিন্তু আপনারা জানেন যে, বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে এ মুহূর্তে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে আসলেই আমরা অবশ্যই দু’টি ম্যাচ আয়োজন করবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

তিন দলের ওয়ানডে সিরিজের নাম ‘প্রেসিডেন্টস কাপ’

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ভবিষ্যৎ তামিম-সাকিবদের নিয়ে যা ভাবছে বিসিবি

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

ফ্লাড লাইটের আলোতে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ফিরছে বিসিবি, ভাবনায় বিদেশি ক্রিকেটার

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ফিরছে বিসিবি, ভাবনায় বিদেশি ক্রিকেটার