বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোখ ধাঁধানো পারফরম্যান্স করা তরুণ পেসার মেহেদী হাসান রানার কণ্ঠে এবার হতাশার সুর। কারণ, বিসিবির ঘোষিত তিন দলের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের মূল স্কোয়াডে জাগয়া হয়নি তার। বিষয়টি নিয়ে আক্ষেপের সঙ্গে হতাশাও প্রকাশ করেছেন তিনি।
মেহেদী হাসান রানা সমসাময়িক অনেক ক্রিকেটারের জাতীয় দলেও অভিষেক ঘটেছে। তবে বিপিএলের দুর্দান্ত খেলা এ তরুণ পেসান জায়গা পাননি তিন দলের মূল স্কোয়াডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত দিন দলের স্কোয়াডে তামিম ইকবালের নেতৃত্বে থাকা একাদশের দলে রয়েছেন রানা। তবে মূল স্কোয়াডে নয়, জায়গা হয়েছে স্ট্যান্ড-বাই ক্রিকেটারের তালিকায়।
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত খেলা এ পেসার ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা না পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ফেসবুকে নিজের পেজে।
তিনি লিখেন, ‘ক্রিকেট আমার মধ্যে মাঝে মাঝে অনেক হতাশার সৃষ্টি করে। আমি ডিজার্ভ করি না হয়তোবা, কোথাও আমার জায়গা হলো না, কিন্তু এগুলোর জন্য আমি আরও শক্তভাবে ফিরবো, ইনশাআল্লাহ!’
সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে ১০ ম্যাচে ১৮টি উইকেট শিকার করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২৩ বছর বয়সী এ পেসার। দুর্দান্ত এ ক্রিকেটার যে ভেঙে পড়ার পাত্র নন, তা তার স্ট্যাটাসেও প্রকাশ করেছেন। তিন দলের টুর্নামেন্টে সুযোগ না পেলেও নিজের সামর্থ্যকে কাজে লাগিয়ে আরও শক্তভাবে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞও করেছেন তিনি।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]