চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে পাঁচ দলের টি-টোয়েন্টি লিগ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষেধাজ্ঞা কাটানোর পর এ লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে করোনা পরবর্তী মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ১১ অক্টোবর (রোববার) থেকে শুরু হচ্ছে তিন দলের টুর্নামেন্ট। করোনা পরবর্তী ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্টে খেলা হচ্ছে না মাশরাফির। কারণ, টাইগারদের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফির ফিটনেস।
তিন দলের টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ দলের টুর্নামেন্ট শুরু হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। ফলে চলতি বছরের ২৯ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব আল হাসানও যুক্ত হবেন এ টুর্নামেন্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে পাঁচ দলের টুর্নামেন্টে সাকিব খেলছেন কি-না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘অবশ্যই। আমি তো তাই জানি।’
শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট থেকে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে সফর স্থগিত হওয়ায় বিকেএসপিতে অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে গেছেন সাকিব। এখন দেশের ক্রিকেট শুরু হলে আবারও ফিরে আসবেন সাকিব।
সংবাদ সম্মেলনে মাশরাফির বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘এই তিন দলেরটাতে খেলবে না (মাশরাফি)। বাট ওটাতে (পাঁচ দলের) খেলবে।’
তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে মাশরাফি খেলবেন না এটা আগে থেকে জানা গিয়েছিল। তবুও ম্যাশের না থাকা কারণ জানতে চাইলে পাপন বলেন, ‘বিষয়টি এমন নয় যে, তিন দলের টুর্নামেন্টে খেলতে চায় না মাশরাফি। তবে হঠাৎ করেই সে শুনতে পেরেছেন যে, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তার পর্যাপ্ত অনুশীলন নেই এবং এখন কেউ এ টুর্নামেন্টে খেলতে চাইলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন ও জৈব-সুরক্ষা পরিবেশে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘তবে কর্পোরেট টি-টুয়েন্টি লিগে খেলবে মাশরাফি। যা নভেম্বরে মাঝামাঝি সময়ে আমরা আয়োজন করবো।’
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ দলের ওই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়েও চিন্তা-ভাবনা করেছে বিসিবি। পাপন জানান, ‘এটি নিশ্চিত যে, লিগ অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আসরটিতে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হবে কি-না। আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]