টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মমিনুল হকের রায়ান কুক একাদশের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৪৩ ওভারে ২০০ রান। বৃষ্টির কারণে দুপুরের পর খেলতে নামা তামিম-সাদমানরা ওয়ানডে মেজাজে খেলে সহজেই জয় তুলে নিয়েছেন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশকে ৬ উইকেটে হারিয়েছে রায়ান কুক একাদশ।
ব্যাট করতে নেমে তামিম-সাদমান যেভাবে ব্যাট করেছেন তাতেই জয়টা সহজে ধরা দেয় রায়ান কুক একাদশের। ৪৩ ওভারে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম-সাদমানরা।
তামিম ইকবাল ৮০ বল মোকাবেলা করে ৬৪ এবং সাদমান ইসলাম ৯৯ বলে ৮৩ রান করেন। এছাড়া মুশফিক ১৩ বলে ১১, অধিনায়ক মমিনুল ১০ রান এবং ইয়াসির রাব্বি অপরাজিত ২৪ রান করেন। অন্যদিকে বল হাতে নাঈম হাসান ২টি এবং একটি করে উইকেট নেন মোসাদ্দেক সৈকত এবং রুবেল হোসেন।
এদিকে প্রথম দুইদিনের ম্যাচ না খেলায় দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ অক্টোবর) ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাফ সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। ৬৬ বলে ৮টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন তিনি।
এর আগে সোমবার প্রথম দিন ব্যাট করে ৭২ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান করে ওটিস গিবসন একাদশ। ব্যাট হাতে ইমরুল ৫৯ ও মাহমুদউল্লাহ’র ৫৬ রানের পর ২৯ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন শান্ত। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন দুপুরে খেলা শুরু করায় ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়। রায়ান কুক একাদশকে ৪৩ ওভারে ২০০ রানের টার্গেট দেওয়া হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]