দীর্ঘ ১১৯ দিন মাঠের খেলায় ফিরে টাইগার ক্রিকেটারদের প্রথম দিন শুক্রবার (২ অক্টোবর) কেটেছে বৃষ্টির আর ব্যাটিং ব্যর্থতায়। তবে দ্বিতীয় দিন শনিবার (৩ অক্টোবর) দিন গড়ানোর সাথে সাথে পাল্টে গেছে সে দৃশ্য। দিন শেষে মমিনুল হকের ১১৭ এবং মোহাম্মদ মিঠুনের ৬২ রানের ইনিংস টাইগারদের ব্যাটিংয়ে ফেরার বার্তা দিয়েছে।
করোনা পরবর্তী টাইগার প্রথম দুইদিনের প্রস্ততি ম্যাচ শেষ হয়েছে শনিবার (৩ অক্টোবর)। প্রথম দিন শুক্রবার ওটিস গিবসন একাদশ ৬৩.৪ ওভারে ২৩০ অলআউট হয়েছিল। দ্বিতীয় দিন শনিবার রায়ান কুক একাদশও ভালো শুরু করতে পারেনি।
ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে রায়ান কুক একাদশ। এবাদত হোসেনের বোলিং তোপে শুরুতে দুই ওপেনার সাদমান ইসলাম ও ইয়াসির রাব্বি সাজঘরে ফেরেন। এবাদতের পর হাসান মাহমুদও দারুণ বোলিং করেন। দারুণ এক ডেলিভারিতে ১৩ রান করা মুশফিকের অফ-স্টাম্প উপরে ফেলেন তিনি।
তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক মমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। প্রাথমিক ধাক্কা সামলিয়ে চতুর্থ উইকেটে তারা ১৫৩ রানের জুটি গড়েন। মমিনুল-মিঠুনের জুটি ভাঙেন নাঈম হাসান। ব্যক্তিগত ৬২ রানে মিঠুন আউট হলেও ব্যাট চালিয়ে যান মমিনুল। বাঁহাতি এ ব্যাটসম্যান তুলে নেন সেঞ্চুরি।
সেঞ্চুুরির মাইলফলক স্পর্শ করে ১১৭ রানে অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে স্বেচ্ছায় বিশ্রামে যান তিনি। ২২০ বল মোকাবেলা করে ১১৭ রান করেন মমিনুল।
অধিনায়কের ফিরে যাওয়ার পর ২৯ রানে রিয়াদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান। এরপর জুটি গড়েন মোহাম্মদ সাইফুদ্দিন ও তাইজুল ইসলাম। স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৪৮ রান যোগ করার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে খেলা শেষ করেন সাইফুদ্দিন-তাইজুল।
ওটিস গিবসন একাদশের হয়ে ৩৪ রানে ২টি উইকেট নিয়েছেন এবাদত। এছাড়া হাসান, নাঈম ও রিয়াদ একটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথম দিনে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৩০ রান করতে সক্ষম হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোর
ওটিস গিবসন একাদশ : ৬৩.৪ ওভারে ২৩০/১০; সাইফ ৬৪, ইমরুল ৭, শান্ত ৪২, মাহমুদউল্লাহ ৩৪, লিটন ৭, সৌম্য ৫১, মোসাদ্দেক ১৩, নাঈম ২, মোস্তাফিজ ০, এবাদত ৪, হাসান ০*; তাসকিন ১৭-৪-৪৫-৩, খালেদ ১৩-৩-৫৯-১, আল আমিন ৮-০-১৯-০, তাইজুল ১৭-১-৭০-৩, সাইফুদ্দিন ৭-১-৩০-১, মিঠুন ১.৪-০-৫-২।
রায়ান কুক একাদশ : ৭৬ ওভারে ২৪৮/৫; সাদমান ১৩, রাব্বি ২, মমিনুল ১১৭*, মিঠুন ৬২, সোহান ২৯, সাইফুদ্দিন ১০*, তাইজুল ৬*; এবাদত ৩৪-২, হাসান ২১/১, রিয়াদ ২১-১ ও নাঈম ৭৬-১।
ফলাফল : ম্যাচ ড্র।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]