বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের অভিযোগে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ম্যানেজার জাকির হোসেনকে তলব করা হয়েছে। অভিযোগের পর তার কাছ থেকে বক্তব্য শুনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে জন্যই যার বিরুদ্ধে অভিযোগ তার কথা শুনতে ডাকা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ম্যানেজারের কাছে দেড় বছর আগের পাওনা টাকা চেয়ে অপমানের স্বীকার হয়েছেন বলে বিসিবিতে অভিযোগ করেছেন রুমানা। রুমানার অভিযোগ, লকডাউনের সময় মুঠোফোনে টাকা পরিশোধের দাবি তুললে গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়।
প্রায় এক দশক ধরে অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করছেন রুমানা। গত কয়েক বছর ধরে বাংলাদেশ নারী ওয়ানডে দলের নেতৃত্বও দিচ্ছেন তিনি। দীর্ঘ এ ক্যারিয়ারে এমন বাজে পরিস্থিতির সম্মুখীন কখনো হননি এ নারী ক্রিকেটার।
বিষয়টি নিয়ে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লিখিত অভিযোগ দেন রুমানা। অভিযোগ পাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবে ম্যানেজার জাকির হোসেনকে তলব করা হলো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]