ভারতের লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ধোনির জায়গা নেওয়ার মতো খেলোয়াড়ও এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটমহলে বিরল। কিন্তু থেমে নেই বিসিসিআই, এরই মধ্যে ধোনির রিপ্লেসমেন্ট নিয়ে পরীক্ষা নিরিক্ষা শুরু করেছে তারা।২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেট থেকে ছিটকে যেতে পারেন ধোনি। তাই টিম ইন্ডিয়ার উইকেট কিপারের জায়গাতে ঋষভ পান্থেদের যাচাই করে নিচ্ছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার কলম্বোতে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফিতে ধোনিকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। এই ত্রিদেশীয় সিরিজে ভারতের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাতে চলেছেন, দীনেশ কার্তিক ও ঋষভ পান্থ।
২০০৪ সানে ধোনির আগেই ওয়ানডে দলে অভিষেক হয়েছিল কার্তিকের। ৩২ বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যান অনেকবারই জাতীয় দলে সুযোগ পেলেও ধারাবাহিকতার অভাবে জাতীয় দলের নিয়মিত প্লেয়ার হতে পারেননি। অন্যদিকে, এই ক্রিকেট কেরিয়ার শুরু করেছেন ঋষভ। কার্তিকের থেকে প্রায় ১২ বছরের ছোট ঋষভের জাতীয় টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে ২০১৭ সালে। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার তিন নম্বর সিরিজ। মাহির পরিবর্ত হিসেবে আগামী দিনে ঋষভের সুযোগ রয়েছে ভারত দলে। কিন্তু সবটাই নির্ভর করছেন তার ধারাবাহিকতার উপর।