শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সামনে চলতি বছর আর বিদেশি সফর নেই। লঙ্কার সফর স্থগিত হলেও বাংলাদেশের আরেকটি সফরের সূচি চূড়ান্ত হয়েছে। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশ ক্রিকেট দলের সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল দেশটিতে সফরে যাবে।
চূড়ান্ত হওয়া সূচিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১৩ মার্চ ডানেডিলে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। পরের দুটি ওয়ানডে ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ২০ মার্চ।
তামিমদের মসজিদে হামলাকারী টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুইদিন বিরতি দিয়ে ২৩ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ নেপিয়ারের অনুষ্ঠিত হওয়ার পর বাকি দুটি অকল্যান্ডে এবং হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ মার্চ।
নিউজিল্যান্ডে সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত রেখেই ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আর নিউজিল্যান্ড সফর করেননি তামিম-মুশফিকরা।
২০১৯ সালের ১৫ মার্চে ওই হামলার ঠিক দুই বছর দুইদিন পর ১৭ মার্চ (২০২১ সাল) ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]