অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০
অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম(এফটিপি)অনুযায়ী আগামী জানুয়ারিতে পাকিস্তানে সফরের কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। সিরিজে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দু’দলের। জানুয়ারিতে খেলা থাকলেও সিরিজটি আদৌ হবে কি-না তার নিশ্চয়তা নেই। তবে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফর করবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খান। স্থানীয় সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজটি নিয়ে আমরা আশাবাদী। মার্চে দক্ষিণ আফ্রিকায় আমরা ফিরতি সফর করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী মাসে আমাদের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। কিন্তু সেটি এখন অনিশ্চিত। তবে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মার্চে সফরে যেতে আগ্রহী আমরা। সফরের বিষয়ে আমাদের পরিকল্পনা দক্ষিণ আফ্রিকাকে জানানো হয়েছে। এখনো আলোচনা চলছে, কিছুই চূড়ান্ত হয়নি।’

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা দলের পাকিস্তান সফরও অনিশ্চিত। তবে আলোচনা চলছে। স্বাস্থ্যবিধি মেনে ও জৈব-সুরক্ষা পরিবেশে সিরিজ আয়োজন করতে মরিয়া পিসিবি। এদিকে, অক্টোবরের শেষে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে পিসিবি। ৩০ অক্টোবর থেকে ওয়ানডে ও ৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৈঠক নিয়ে দ্বিমত, অপেক্ষা বাড়ছে উমর আকমলের

বৈঠক নিয়ে দ্বিমত, অপেক্ষা বাড়ছে উমর আকমলের

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

নিউজিল্যান্ড-আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর স্থগিত

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত