প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেশ কয়েকজন কর্র্মকর্তা-কর্মচারী। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টেইনে পাঠানো হয়েছে আক্রান্তদের। তবে কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংর্স্পশে আসা অন্যান্য ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে পাঠিয়েছে আইসিসি। স্বাস্থ্য সুরক্ষার জন্য আগামী কয়েকদিন বন্ধ থাকতে পারে আইসিসির সদরদপ্তর। ফলে আইসিসি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেয়া হতে পারে। আইসিসির সদরদপ্তর বন্ধ থাকলেও অ্যাকাডেমি খোলা থাকবে।
এদিকে, মরুর দেশে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। মরুরদেশে হওয়া চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয়টি দল আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন করছে। তাই উৎকন্ঠা জেগেছিল, কোন খেলোয়াড়ের সমস্যা হতে পারে কি-না!
পিটিআই বলছে, আইসিসি অ্যাকাডেমি এখনও সুরক্ষিত আছে। কারণ আইসিসির কোনো কর্মকর্তা আইপিএলের দলগুলোর অনুশীলনে উপস্থিত থাকেন না। তাই আইপিএল খেলতে আসা খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]