ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফলে ৭ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে এলো শাইনপুকুর। এই হারে সমানসংখ্যক ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো রুপগঞ্জ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাইম ও ভারতের পারভেজ রসুলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৮ রান করে রূপগঞ্জ। দ্বিতীয় ওপেনার হিসেবে খেলতে নেমে ৮টি চার ও ১টি ছক্কায় ১৩০ বলে ৯৩ রান করেন নাইম। অপরদিকে, চার নম্বরে ব্যাট হাতে নেমে ১১টি চার ও ২টি ছক্কায় ৬৬ বলে অপরাজিত ৮৮ রান করেন রসুল।
জয়ের জন্য ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৬২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে শাইনপুকুর। এরপর ওপেনার সাদমান ইসলাম ও ভারতের উদয় কাউলের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচে ফিরে শাইনপুকুর। দু’জনই স্বাদ নেন হাফ-সেঞ্চুরির।
তবে দলীয় ২শ’ রানের মধ্যে বিদায় নিতে হয় সাদমান ও কাউলের। সাদমান ৮টি চারে ১১৬ বলে ৯৫ ও কাউল ৭০ বলে ৬১ রান করেন। এরপর আফিফ হোসেনের ২৯, অধিনায়ক শুভাগত হোমের ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১৯ রানের সুবাদে ম্যাচের জয়ের পথে ভালোভাবেই টিকে থাকে শাইনপুকুর। শেষদিকে দশম ব্যাটসম্যান রায়হান উদ্দিন ৫ বলে অপরাজিত ১০ রান করে দলের জয় নিশ্চিত করেন।