শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়রা অনুশীলনে তিনদিন বিশ্রাম পাচ্ছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্যুর সম্পর্কে একটা পরিষ্কার চিত্র পাবে।
শ্রীলঙ্কা সফর সামনে রেখে ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের স্কিল অনুশীলন শুরু হয়েছিল। খেলোয়াড়দের সেই স্কিল অনুশীলনে বিরতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনি ও রোববার শ্রীলঙ্কায় সরকারি ছুটি হওয়ায় সফর নিয়ে আগামী সোম বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানার আশা করছে বিসিবি। এর আগে বৃহস্পতিবার রাতে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘কোভিড নির্দেশিকা যদি বিসিবি মানতে রাজি না হয় তাহলে এ বছর সিরিজটি আমাদের স্থগিত করতে হবে।’
তবে এ বিষয়ে শ্রীলঙ্কার কাছ থেকে লিখিত চিঠি বা ই-মেইল চাচ্ছে বিসিবি। পরবর্তীতে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বিসিবি বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোন চিঠি ও মেইল এখনো পাইনি। আনুষ্ঠানিকভাবে কোন কিছু না আসলে বাইরে কী হচ্ছে, সে সর্ম্পকে আমি কিছুই বলতে পারবো না।’
আকরাম বলেন, ‘আমি মনে করি, শ্রীলঙ্কাও এ সফর নিয়ে আশাবাদি। শনি ও রোববার শ্রীলঙ্কায় সরকারি ছুটি হওয়ায় সফর নিয়ে আগামী সোম বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে শ্রীলঙ্কা।’
তিনি বলেন, ‘যাই হোক না কেন, আমরা ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাচ্ছি না। যদি সবকিছু ইতিবাচক থাকে তবে আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কায় যেতে পারি।’
যদি সফর না হয় তবে বাংলাদেশ বিকল্প পরিকল্পনা ভেবে রেখেছে বলে জানান আকরাম। বলেন, ‘যদি সফর না হয়, আমাদের সভাপতি বলেছেন, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করবো। আমরা বিকল্প পরিকল্পনা করবো। আমরা যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত এবং এটি নিয়ে আমরা চিন্তিত নই। কারণ সফর না হলে আমাদের কী করতে হবে, সে সম্পর্কে আমাদের পরিকল্পনা রয়েছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]