শ্রীলঙ্কা সফর হচ্ছে, নতুন পরিকল্পনায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০
শ্রীলঙ্কা সফর হচ্ছে, নতুন পরিকল্পনায় বিসিবি

কোয়ারেন্টাইনের সময়কাল নিয়ে বিসিবি ও এসএলসি’র মাঝে সমঝোতা না হওয়ায় বেশ কিছুদিন ধরে অনিশ্চয়তার মাঝে পড়ে আছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তবে আশার বাণী শোনালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে লঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে কোয়ারেন্টাইনের সময়কাল নিয়ে অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কার মতে, সফর করতে হলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। আর তাতেই ঘটেছে বিপত্তি। কারণ বাংলাদেশের দাবি ৭ দিনের কোয়ারেন্টাইন, সেই সাথে কোয়ারেন্টাইন সময়ে অনুশীলন করার সুযোগ।

তবে তা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে কোনভাবেই বনিবনা হচ্ছিল না। বাংলাদেশের দাবি নিয়ে কোভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। এসএলসি জানিয়েছে, তারা নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের রীতি ভাঙতে পারবে না।

এদিকে আগামী দু-তিন দিনের মধ্যে শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পাবে বিসিবি। নির্দেশিকা হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘আমাদের আগামীকাল ফ্লাইট ছিল, যেহেতু আমরা যেতে পারছি না, তাই সামনের পরিকল্পনা কী হবে সেটা নিয়ে কোচ, নির্বাচক, প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেছি। আগামী দু-তিন দিনের মধ্যে হয়তো আমাদের প্রস্তাবনাটা আসবে শ্রীলঙ্কা থেকে। যদি সবকিছু ইতিবাচকভাবে এগোয়, আমরা আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে যেতে পারি।’

কোয়ারেন্টাইনের ব্যাপারটা আসলে কোন দেশের ক্রিকেট বোর্ডের হাতে নেই , বিষয়টা ওই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন নিয়ে সমঝোতা না হলেও সিরিজ নিয়ে আশাবাদী আকরাম খান। তিনি মনে করেন, সিরিজ আয়োজন শ্রীলঙ্কাও বেশ ইতিবাচক।

তিনি বলেন, ‘ব্যাপারটা আসলে ওদের হাতে নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওরা গতকালও আশা করেছিল কিছু পাবে। এখন ওরা (এসএলসি) আশা করছে, আগামী দু-তিন দিনের মধ্যে আমাদের জানাবে। ওরা চেষ্টা করছে তাড়াতাড়ি সম্ভব একটা নির্দেশিকা আমাদের দিতে। আমার মনে হয় যে আমরা আশাবাদী, ওরাও ইতিবাচক। আজ ও আগামীকাল বন্ধ থাকায় হয়তো সোমবার বা মঙ্গলবার দেবে স্বাস্থ্য নির্দেশিকা।’

তিনি আরও বলেন, ‘আমরা এ মুহূর্তে বেশি মনোযোগী এই সফর নিয়ে। এই সফরটা চূড়ান্ত হলে আমরা অন্য পরিকল্পনা করব। সফরটা আগে ঠিক হোক, তারপর নতুন ব্যাটিং কোচ নিয়ে আলাপ-আলোচনা করব। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। এখন তিন দিনের বিরতি দিয়েছি, এই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত এলে আমরা নতুন পরিকল্পনা করব। বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) বলেছেন, যদি সফর না হয়, একটা ঘরোয়া টুর্নামেন্ট করব। সেটা আমাদের মাথায় আছে, প্ল্যান এ, বি, সি সব করাই আছে। আমরা আমাদের পরিকল্পনা মতোই আছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাঞ্জাবের রান পাহাড়ে চাপা পড়ে হেরে গেল বেঙ্গালুরু

পাঞ্জাবের রান পাহাড়ে চাপা পড়ে হেরে গেল বেঙ্গালুরু

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন