বৈঠক নিয়ে দ্বিমত, অপেক্ষা বাড়ছে উমর আকমলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
বৈঠক নিয়ে দ্বিমত, অপেক্ষা বাড়ছে উমর আকমলের

উমর আকমলের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা মামলার শুনানি সাময়িকভাবে পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। পিসিবির সাথে আকমলের ঐক্যমতে না আসার কারণে মামলাটির শুনানি পিছিয়ে দেয় সিএএস।

মামলার শুনানি নিয়ে সিএএস’এর সাথে দুবাইয়ে বৈঠক করতে চেয়েছিল পিসিবি। কিন্তু এমন বৈঠকের সাথে একমত হতে পারেননি উমর আকমলের আইনজীবীরা। যার ফলে শুনানি পিছিয়ে দেয় সিএএস। কয়েক সপ্তাহের মধ্যেই শুনানির দিন ধার্য করা হতে পারে।

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ধারা ভঙের কারণে তিন বছরের জন্য ব্যাটসম্যান উমর আকমলকে নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির কাছে উমর আপিল করলে, সেই শাস্তির মেয়াদ অর্ধেক কমিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও সন্তুস্ট হতে পারেননি উমর। তার আশা ছিল, পিসিবি পুরো শাস্তিই উঠিয়ে নিবে।

তাই শাস্তি উঠিয়ে নিতে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেন উমর। সিএএস-এর কাছে আপিল করায় ক্ষুব্ধ হয় পিসিবি। তাই উমরের শাস্তি আবারও বাড়িয়ে দিতে সিএএস’এর কাছে আপিল করে পিসিবি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে দিল সিএএস। পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের গত আসরে দুর্নীতির প্রস্তাব গোপন করার দায়ে গত এপ্রিলে উমরকে নিষিদ্ধ করে পিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি