প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে স্বস্তি ফেরেনি। ইংল্যান্ড তাদের মাটিতে খেলা ফেরালেও ক্রিকেটীয় বাকি দেশগুলো এখনো নিরাপদ হয়ে উঠেনি। তারই ধারাবাহিতকায় এবার স্থগিত হলো আফগানিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
করোনা পরবর্তী ২০২১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের। সফরের তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে সফরের আগে-পরে কঠোর কোয়ারেন্টাইন নিয়মে সিরিজ খেলতে রাজি হয়নি তারা।
সিরিজটি খেলতে হলে সিরিজের আগে ১৪ দিন এবং সিরিজ শেষে ১৪ দিন কোয়ারেন্টিনে কাটাতে হতো নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের। এমন শর্তে নিউজিল্যান্ড রাজি না হওয়ায় সিরিজটি স্থগিত রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। তারা জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে সিরিজের ব্যাপারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড পুনরায় আলোচনা করে ঠিক করবে।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল সফরের আগে চলতি বছরের ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। করোনার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের সেই ঐতিহাসিক টেস্ট সিরিজও স্থগিত করা হয়েছে।
আফগানিস্তান ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সফর স্থগিত হওয়ায় এখন ভারতের সফর দিয়ে করোনা পরবর্তী অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট ফিরতে যাচ্ছে। দেশটিতে গ্রীষ্মে বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট দলের সফরে যাওয়ার সূচি রয়েছে।
ভাতরের সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড বলছে, নিউজিল্যান্ড-আফগানিস্তানের সফর স্থগিত হলেও ভারতের সফর শীঘ্রই নিশ্চিত করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]