লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২০
লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

ছবি : রতন গোমেজ/বিসিবি

২০১৭ সালে অভিষেক হওয়ার পর ধারাবাহিকতার অভাবে জাতীয় দলে স্থায়ী হতে সমস্যা হচ্ছে নাজমুল হোসেন শান্তর। ক্যারিয়ারের তিন বছরে মাত্র চারটি টেস্ট, ৫টি ওয়ানডে ও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে জাতীয় দলে স্থায়ী আসন গড়তে চান শান্ত।

বাংলাদেশ জাতীয় দলে নিজের স্থান পাকা করতে সেট ইনিংসকে দীর্ঘ করতে চান প্রতিশ্রুতিশীল এ ব্যাটসম্যান। বৃহস্পতিবার বিসিবির দেওয়া ভিডিও বার্তা তিনি বলেন, ‘বিগত দুই তিনটি ইনিংসে আমার মনে হয় ভালো ব্যাট করেছি। সবখানেই আমি দীর্ঘ ইনিংস খেলেছি এবং সেটি ছিল ধারাবাহিক। আমি বুঝতে পারছি আমার জন্য বড় ইনিংস গুরুত্বপূর্ণ। সেট পিচে আমাকে দীর্ঘ সময় টিকে থাকতে হবে।’
sportsmail24
ইনিংস দীর্ঘায়িত করার জন্য মানষিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মাহামারির কারণে লকডাউনে থাকতে বাধ্য হওয়া শান্ত মনে করেন ওই সময়টিতে তার মানসিক ও শারীরিক দিক নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। বলেন, ‘লাকডাউন পালন করাটা কঠিন ছিল, কারণ ক্রিকেট খেলা যখন থেকে শুরু করেছি তার পর এতো দীর্ঘ বিরতি আমি কখনো পাইনি। ক্রিকেট ছাড়া এতো দীর্ঘ সময় ঘরে বন্দি থাকাটা ছিল বেশ কঠিন।

তবে লকডাউনের ইতিবাচক দিকও দেখছেন শান্ত। বলেন, ইতিবাচক দিক হচ্ছে ওই সময় অতীতের ভুলগুলো নিয়ে পর্যালোচনার সুযোগ হয়েছে। একই সাথে ভালো ইনিংসগুলোও আমি পরখ করতে পেরেছি। আমি আমার ভুলগুলো চিহ্নিত করতে এবং সেগুলো সুধরে নিতে পেরেছি। লকডাউনের সময় আমি নিজের খেলাগুলো বিশ্লেষণ করে দেখতে পেরেছি। এটি আমার জন্য খুবই উপকারি ছিল এবং আমার মনে হয় ভবিষ্যতেও এমন সুযোগ পাওয়াটা খারাপ হবে না।
sportsmail24
লকডাউন কাটানোর পর অনুশীলনের সুযোগ ব্যাটিং ছন্দে ফেরার জন্য দারুণ কার্যকরী বলে মনে করেন তিনি। একই সঙ্গে ছন্দ ফিরে পাওয়ার পর ইতিবাচক খেলার প্রতি জোর দেয়ারও পক্ষে শান্ত।

তিনি বলেন, ‘আমার মতে বাইরে থাকার পর এটি সব ক্রিকেটার জন্যই কঠিন। এখন আমরা মাঠে নেটে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আমার মতে আমরা যদি ইতিবাচক থাকি তাহলে সবকিছুই ভালোভাবে সম্পন্ন করা যাবে। তবে হ্যাঁ, বেশ কঠিন হবে। সুতরাং অনুশীলনের সুযোগ পেলে প্রথম কাজ হবে পূর্বের ছন্দ ফিরে পাওয়া।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি

আনন্দিত-উৎসাহিত মোহাম্মদ সাইফুদ্দিন

আনন্দিত-উৎসাহিত মোহাম্মদ সাইফুদ্দিন

ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি

ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি