জনপ্রিয় ধারাভাষ্যকার ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স ভারতে মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ে একটি পাঁচ তারকা হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
চলতি মৌসুমের আইপিএলে ধারাভাষ্য দেওয়ার জন্য স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ৫৯ বছর বয়সি ডিন জোন্সের মৃত্যুর বিষয়টি স্টার স্পোর্টস কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।
স্টার স্পোর্টস জানায়, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ডিন জোন্স না ফেরার দেশে চলে গেছেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক সময়ে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করছি।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় নাস্তা শেষ করে আইপিএলের ধারাভাষ্যের ব্রিফিংয়ে যোগ দিয়েছিলেন জোন্স। সেখানে অন্যান্য সতীর্থদের সঙ্গে আলাপ করছিলেন। এরপর হুট করেই মেঝেতে পড়ে যান তিনি। দ্রুত তাকে হরিকিশনদাস হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পথেই তার মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ডিন জোন্স ৫২টি টেস্ট খেলেছেন। ৪৬ গড়ে রান করেছেন ৩ হাজার ৬৩১। টেস্ট ক্যারিয়ারে ১১ সেঞ্চুরি ও ১৪ ফিফ রয়েছে তার।
এছাড়া জোন্স অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। দেশের হয়ে ১৬৪ ওয়ানডেতে ৬ হাজার ৬৮ রান করেছেন তিনি। যার গড় ৪৪.৬১। ওয়ানডে তার ৪৬টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি রয়েছে পাঁচটি।
ক্রিকেটার হিসেবে যেমন নাম রয়েছে ধারাভাষ্যকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন ডিন জোন্স। তার মৃত্যুতে ক্রিকেটাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]