শ্রীলঙ্কা সফর সামনে রেখে জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন টাইগার ক্রিকেটারের তৃতীয় দফায় করোনা পরীক্ষায় পেস বোলার আবু জায়েদ রাহীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। বাকি ২৬ জন করোনা মুক্ত রয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের কাছ থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। যাদের মাঝে একমাত্র আবু জায়েদ রাহীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। রিপোর্ট পাওয়ার পর থেকে গাইডলাইন অনুযায়ী তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং চিকিৎসা চলার পাশাপাশি যথাযথভাবে আবারও তাকে পরীক্ষা করা হবে।
এদিকে জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন টাইগার ক্রিকেটারদের মাঝে আগে থেকেই রাহীসহ ১১ জন ক্রিকেটার মিরপুরে একাডেমিতে কোয়ারেন্টাইনে ছিলেন। মূলত রাহীর শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার সংস্পর্শে আশা বাকি ১০ জনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়।
এছাড়া দ্বিতীয় দফার পরীক্ষা সকলের নেগেটিভ ফল আসলেও কোয়ারেন্টিাইনে থাকা ১১ জন ছাড়া বাকি ১৬ জনকে নিয়ে বিসিবির হোম ভেন্যুতে শুরু হয়েছে স্কিল ক্যাম্প। যেখানে এখন নেগেটিভ আসা বাকি ১০ জনও যুক্ত হবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]