শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে টাইগারদের স্কিল ক্যাম্পের তৃতীয় দিন ছিল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। গত দু’দিনের ন্যায় মঙ্গলবারও ব্যাটিং-বোলিং অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। তবে স্কিল ক্যাম্পে ধরা পড়ে ব্যতিক্রম দৃশ্য। হাতে গ্লাভস পড়ে যে কি-না দাঁড়ান উইকেটের পেছনে, সেই মুশফিকুর রহিম করছেন বোলিং।
প্রথমে দেখে অনেকটা মজা বা ভিন্ন কিছু মনে করলেও একটু পর ঠিকই বুঝতে বাকি থাকে না। গ্লাভস ছেড়ে রীতিমত লেগ স্পিনার হয়ে গেছে মুশফিকুর রহিম। মুশফিকের বল করার সময় বোলিং কোচ ওটিস গিবসন এবং টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
টাইগাদের তৃতীয় দিনের অনুশীলনে বোলারদের ব্যাটিং অনুশীলন তাকায় মুশফিকের বলে ব্যাট করেন তাইজুল ইসলাম। নিজে স্পিন বোলার হলেও মুশফিকের বল বেশ ভালোভাবেই সামলান তিনি।
তাইজুল ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজ জুট বাঁধলে মুশফিকের সঙ্গে বোলিংয়ে যোগ দেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। তারা করেন অফস্পিন এবং তিন স্পিনারের সঙ্গে একজন থ্রোয়ারও ছিলেন। পেস বোলিং কোচ ওটিস গিবসনও তিন স্পিনারের বল দেখা ছাড়াও নিজের বদলে যান লেগ স্পিনারের ভূমিকায়।
এদিকে শ্রীলঙ্কা সফর নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোন আপডেট না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিশ্চিত করতে পারেনি। তবে নিজের প্রস্তুত রাখছে বাংলাদেশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]