তিন বছর আগে ২০১৭ সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এক সময় মাশরাফির বিকল্প ভাবা হলেও হঠাৎ ছন্দ হারিয়ে চলে যান দলের বাইরে। তবে লকডাউনে ফিটনেস নিয়ে ঘাম ঝরানোর পর অনুশীলনেও লাল বলে ব্যাটসম্যানদের ভয় ধরাচ্ছেন।
তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন তাসকিন আহমেদ। করোনা নেগেটেভ আসায় শের-ই-বাংলা স্টেডিয়ামে স্কিল ক্যাম্পে অনুশীলন করছেন নিয়মিত। অনুশীলনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছিল বোলারদের ব্যাটিং অনুশীলন।
অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় নিজের প্রসঙ্গে তাসকিন জানান, এখনো সব শেষ হয়ে যায়নি, আশা করি আরও অনেক কিছু দেওয়ার আছে।
লকডাউনের পর একসাথে অনুশীলন প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একত্রিত হয়ে ট্রেনিং করেছি। অনেক দিন পর হাই-ইন্টেন্সিতে ট্রেনিং এবং এক সাথে ড্রেসিং রুম শেয়ার, টিম বাস শেয়ার; সবাই একত্রে ফ্যামিলির মতো শুরু করতে পেরে ভালো লাগছে।’
নিজের বোলিং নিয়ে তাসকিন বলেন, ‘মাশাআল্লাহ আগের থেকে ভালো রিদম আসছে এবং ভালো লাগছে, কমফোর্টেবল। পেস এবং সিম পজিশন -এসব নিয়েই কাজ করছি কোচদের সাথে। মাশাআল্লাহ, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন আরও ভালো রিদম হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশন -এগুলো আরও ভালো হবে আশা করছি।’
২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়ার পর মাত্র পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন তাসকিন। দীর্ঘদিন টেস্ট না খেলা তাসকিন বলেন, ‘আগের থেকে ইম্প্রুভ হয়েছে, মাশাআল্লাহ। বাট আসলে ইম্প্রুভমেন্টের শেষ নেই। তো, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হতে গেলে আরও হার্ড ওয়ার্ক সবসময় করে যেতে হবে ‘
তাসকিন বলেন, ‘আসলে এখনো সব শেষ নয়, সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। তো, আমি আমার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো এবং ভবিষ্যতে আরও ইম্প্রুভ হয়, আরও ভালো করতে পারি -এ চেষ্টায় করবো।’
মঙ্গলবারের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘আজকের আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল, ইনজয় করেছি। যদিও নেটে আমাদের বেশ টাপটাইম দিচ্ছিলো থ্রোয়ে এবং বোলাররা। কিন্তু আসলে এ চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে আমাদের। ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের ইম্প্রুভ করতেই হবে। তো আমারাও চেষ্টা করছি, আগের থেকে ইম্প্রুভ হচ্ছে। আশা করি, সামনে আমাদের ট্যালেন্ডররা আরও ভালো করবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]