২০১৫ সালে জাতীয় দলের জার্সিতে শুরুর পর ক্যারিয়ারে ছন্দপতনও হয়েছে। আন্তর্জাতিক ক্যারিয়ারের এ পাঁচ বছরে ৪১ টি-টোয়েন্টি, ৫৮ ওয়ানডে এবং মাত্র ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। মূলত বাংলাদেশ টেস্ট সিরিজ কম খেললেও প্রচার রয়েছে মোস্তাফিজ নিজেও এ ফরম্যাটে খেলতে চান না।
করোনা পরবর্তী শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে মোস্তাফিজ থাকছেন এটা প্রায় নিশ্চিত। টাইগারদের ২৭ জনের স্কিল ক্যাম্পে নিয়মিত অনুশীলন করছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় মোস্তাফিজ জানান, নিদিষ্ট কোন ফরম্যাট নয়; ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান। এবং সেই লক্ষ্য নিয়েই নিজেকে নতুন করে প্রস্তুত করছেন টাইগারদের এ কাটার মাস্টার।
মোস্তাফিজ বলেন, ‘আমি ঢাকা এসেছি এক মাস পাঁচদিন। প্রথমে শর্ট রান-আপে, দুই-তিন স্টেপে বোলিং করেছি, বাড়িতেও একইভাবে করেছি। ঢাকা আসার পর আবার প্রথম থেকে শুরু করলাম। শুরুতে রানিং, জিম -এসব ছিল। পরে একজন ব্যাটসম্যান ব্যাটিং করবে দুইজন বোলার বল করবে -এভাবে শুরু হয়। এখন ওভার-অল সবকিছু ভালোই যাচ্ছে।’
বোলিং নিয়ে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার আগে গিবসন (বোলিং কোচ) আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিল যে, কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করতেছিলাম, এখন ভালো যাচ্ছে। আরও কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে পারলে বল ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবো।’
লকডাউনের সময় নিয়ে তিনি বলেন, ‘বাড়িতে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম। বাইরে যতই করেন না (অনুশীলন) কেন, দলীয়ভাবে অনুশীলন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাড়িতে আমরা সবাই কম বেশি কাজ করেছি। এখানে শুরুতে কষ্ট হচ্ছিল একটু, তবে এখন খুব ভালো যাচ্ছে।’
টেস্ট ফরম্যাটে খেলার অনিহা প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘আমিতো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করছি ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন; কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মিত হতে পারি, সেগুলো করার।’
২০১৫ সালে অভিষেকের পর ক্যারিয়ারের পাঁচ বছরে ৪১টি টি-টোয়েন্টিতে ৫৮টি, ৫৮ ওয়ানড ম্যাচে ১০৯ এবং ১৩টি টেস্টে ২৮টি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]