নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল টাইগারদের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির। তবে সেটি এখন আর হচ্ছে না। স্বাস্থ্য প্রোটকলের কারণে ভেট্টোরিকে ঢাকা হয়ে শ্রীলঙ্কা যেতে হবে।
শনিরাব (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ভেট্টোরির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে কোন আপডেট নাই। যদি উনি (ভেট্টোরি) আসেন সরাসরি এখানেই (ঢাকা) আসতে হবে। যেহেতু সরাসরি কলম্বোতে যাওয়া কঠিন। কলম্বোর হেলথ প্রোটকলটা পেলে হয়তো তখন বলতে পারব।’
এদিকে শ্রীলঙ্কা সফর নিয়েও এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। শনিবার সর্বশেষ তথ্যানুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের সরকারের সাথে আলোচনা করলেও এখনো চূড়ান্ত কোন তথ্য পায়নি।
শ্রীলঙ্কা সফরের সর্বশেষ তথ্য সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ইতোমধ্যে বেশকিছু বিষয় শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে, আপনারা জানেন। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে। এরপর আর আলোচনা হয়নি।’
তিনি বলেন, ‘যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো- আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আশা করেছি, দুই-একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিকনির্দেশনা বা হেলথ প্রোটোকল পাব।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে এ মুহূর্তে কোন মন্তব্য করা ঠিক হবে না। তারা বলেছে যে, আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং ভালো একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম বা রিভাইস প্রোটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]