অস্ট্রেলিয়ান বোলিং কোচ শেন জার্গেনসেনের সাথে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন চুক্তিতে ২০২২ সালের শেষ পর্যন্ত কিউইদের বোলিং কোচ হিসেবে থাকছেন তিনি।
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাবেক এ কোচ।
২০১১ সালের অক্টোবরে বাংলাদেশের বোলিং কোচ হন জার্গেনসেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে সড়ে গেলে টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হন জার্গেনসেন।
তার প্রথম অ্যাসাইনমেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে।
২০১৩ সালে পুরোপুরিভাবে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পান জার্গেনসেন। ২০১৪ সালের এপ্রিলে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]