করোনায় আক্রান্ত ডেভিড উইলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
করোনায় আক্রান্ত ডেভিড উইলি

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলার সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইলি। এক বিবৃবিতে উইলির আক্রান্তের খবর নিশ্চিত করেছে ইয়র্কশায়ার।

উইলির সংস্পর্শে আসায় দল থেকে ছিটকে গেছেন আরও তিন ক্রিকেটার। তারা হলেন- টম কোলার-ক্যাডমোর, জস পয়সডেন ও ম্যাথু ফিশার। ফলে গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তারা।

এক বিবৃতিতে ইয়র্কশায়ার জানায়, ‘উইলি করোনায় আক্রান্ত। তার সংস্পর্শে আসায় গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না ক্যাডমোর, পয়সডেন ও ফিশার। উইলিকে সেলফ-আইসোলেশনে রাখা হয়েছে। সাথে অন্য তিনজনকেও।’

টুইটারে এক টুইট বার্তায় উইলিও করোনায় আক্রান্তে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার স্ত্রী ও আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। দুঃখজনক হলো, অন্য তিন খেলোয়াড়ও সংস্পর্শে আসায় তারাও ঝুঁকিতে পড়েছে। আমি ও তারা গ্রুপ পর্বে আর খেলতে পারব না।’

ইংল্যান্ডের হয়ে ৪৯টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী উইলি। কাউন্টি ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটলো। এর আগে নর্দাম্পটনশায়ারের এক ক্রিকেটার আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি নর্দাম্পটনশায়ার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২১ সালে শিরোপার খরা কাটবে আর্জেন্টিনার, বিশ্বাস মেসির

২০২১ সালে শিরোপার খরা কাটবে আর্জেন্টিনার, বিশ্বাস মেসির

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

বেলকে ছাড়তে চায় রিয়াল, দলে ভেড়াতে আলোচনায় টটেনহ্যাম

বেলকে ছাড়তে চায় রিয়াল, দলে ভেড়াতে আলোচনায় টটেনহ্যাম

জিরোনার বিপক্ষেও উপেক্ষিত সুয়ারেজ

জিরোনার বিপক্ষেও উপেক্ষিত সুয়ারেজ