কোয়ারেন্টাইন সময় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে বনিবনা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। করোনার কারণে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে অনড় এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, সফর করতে হলে বাংলাদেশকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
শ্রীলঙ্কা সফরে প্রস্তাবিত তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলের মূল সমস্যা হচ্ছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। মার্চে করোনা শুরু হওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশি ক্রিকটোররা। এমনকি এখন পর্যন্ত দলগত অনুশীলন শুরু করতে পারেনি টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশ দলকে সাতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে এবং এ সময়ে তারা অনুশীলন করতে পারবে, এসএলসি এটা নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা যেতে রাজি হয়েছিল। তবে এখন সাতদিনের কোয়ারেন্টাইন অস্বীকার করছেন এসএলসি চেয়ারম্যান শাম্মি ডি সিলভা।
কোয়ারেন্টাইনের সময় নিয়ে দুই বোর্ডের দুই রকমের দাবি নিয়ে কথা উঠলে স্থানীয় সিলোন টুডে পত্রিকাকে সিলভা জানান, ‘তারা যদি এটা (সাতদিন কোয়ারেন্টাইন) বলে থাকে তবে সেটা ঠিক নয়। প্রকৃত অর্থেই আমি বুঝতে পারছি না -কেন তারা (বাংলাদেশ) এক সপ্তাহের কথা বলছে। সাতদিনের কোয়ারেন্টাইনের বিষয়ে বিসিবির সাথে আমাদের কোন কথা হয়নি।’
এসএলসি’র চেয়ারম্যান চেয়ারম্যান বলেছেন, স্বাস্থ্য বিভাগের বাহিরে গিয়ে কোয়ারেন্টােইনের সময়কাল কমানোর সুযোগ নেই। করোনার এই সময়ে সফর করতে হলে বাংলাদেশকে অবশ্যই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের কথার বাইরে যেতে পারব না এবং কোয়ারেন্টাইনের সময়কাল কমাতে পারব না। এটা নিশ্চিত যে, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশেও টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সাথে সেখানে গিয়েও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে জানিয়েছেন সিলভা। তবে কোয়ারেন্টাইনের খরচ শ্রীলঙ্কা বহন করবে।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কা পৌঁছার আগে তাদেরকে (বাংলাদেশের ক্রিকেটার) কোয়ারেন্টাইনে থাকতে হবে। কলম্বো পৌঁছেও তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের সমস্ত খরচ এসএলসি বহন করবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]