করোনার কারণে আর্থিক ক্ষতির মূখে পড়তে হয়েছে বেশিরভাগ ক্রিকেট বোর্ডকে। সেই আর্থিক ক্ষতি কিছুটা পুষিতে নিতে ৬২ জন কর্মীকে ছাঁটাই করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন।
বিবৃতিতে হ্যারিসন জানান, চলতি বছর ১০০ মিলিয়নের বেশি ক্ষতি হচ্ছে, এটি আরও দীর্ঘমেয়াদী হলে পরের বছর তা বেড়ে দাঁড়াতে পারে ২০০ মিলিয়নে। সাম্প্রতিক সময়ে আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষায় কোনও আপোষ না করে কেন্দ্রীয় ব্যয় হ্রাস করার জন্য ইসিবির কাঠামো এবং বাজেটগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। আর্থিক ক্ষতি কমাতেই ৬২ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে। ইসিবির প্রতিটি অংশই এই পরিবর্তনগুলো দ্বারা প্রভাবিত হবে।
চলতি বছরের মার্চে যখন করোনাভাইরাস হানা দেয় তখন ধারণা করা হচ্ছিল, এই মহামারীর কারণে ৩০০ মিলিয়ন ক্ষতির মূুখে পড়বে ইসিবি। তবে ৩০০ মিলিয়নের ধারণা করা হলেও সেই ক্ষতির পরিমাণ অনেকটা কমে দাঁড়িয়েছে ১০০ মিলিয়নে। যার নেপথ্যে জৈব সুরক্ষা বলয় তৈরি করে ঘরের মাঠে সিরিজ আয়োজন।
চলতি বছরের ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। পাকিস্তান সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছে তারা। সিরিজগুলো আয়োজন করতে পারায় আর্থিক ক্ষতি কিছুটা কমেছে ইসিবির। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয় ঘরোয়া ক্রিকেটও ফিরিয়েছে তারা। তাতে করে ধারণার থেকে ২০০ মিলিয়ন কম ক্ষতি হচ্ছে ইসিবির।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]