নতুন অ্যাকশনে আশাবাদী তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

করোনা পরবর্তী মাঠের অনুশীলনে ফিরে তাইজুলের বোলিং অ্যাকশন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কারণটা ছিল, নিজের সহজাত বোলিং অ্যাকশনটাই বদলে ফেলেছিলেন তিনি। দেশের টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারি তাইজুল এবার জানালেন, নতুন অ্যাকশনে বেশ আশাবাদী তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরে তামিম-মমিনুলদের বোলিং করেন তাইজুল ইসলাম। অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় অনুশীলন ও নিজের বোলিং অ্যাকশন নিয়ে কথা বলে তিনি।

তাইজুল বলেন, ‌‘মাঝখানে আমরা ৩-৪ মাস পর কোন প্র্যাকটিস করতে পারি নাই। এরপর মাঠে ফিরে আসাটা কঠিন হয়ে যায় যেকোন খেলোয়াড়দের জন্য। তারপরও ক্রিকেট বোর্ড যে সুযোগ-সুবিধা দিয়েছে, আমরা দুই মাসের মতো প্র্যাকটিস করলাম। ব্যক্তিগতভাবে আমি বোলিং নিয়ে কাজ করেছি। ভেটোরির সঙ্গে কথা বলেছি আমার বোলিং নিয়ে, মাঝখানে অ্যাকশন বদলেছি। অ্যাকশন নিয়ে কাজ করেছি। শরীরের সঙ্গে এখন অ্যাকশন মানিয়ে গেছে।’

সাকিবের পর টেস্টে বাংলাদেশের সেরা এ স্পিনার বলেন, ‘এখন টানা দুই ঘণ্টা বোলিং করতেও সমস্যা হচ্ছে না। আমাদের ব্যক্তিগত অনুশীলন যখন ছিল, তখন যে সুবিধাটা হয়েছে, যার যার কাজগুলো নিজের মতো করে করতে পেরেছি। সপ্তাহ দুয়েক হলো ব্যাটম্যানদের বোলিং করছি। আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে, আরও কিছুদিন গেলে আরও বাড়বে আশা করি।’

বোলিংয়ের অ্যাকশন পরিবর্তন নিয়ে তাইজুল বলেন, ‘আগের অ্যাকশনে একই জায়গায় টানা বল করার সুবিধা পেতাম। কিন্তু ওই অ্যাকশনে তিন সংস্করণে চালিয়ে যাওয়াটা কঠিন ছিল। কারণ, বৈচিত্রের মাত্রা কম ছিল। ভেটোরির সঙ্গে কথা বলার পর তিনি বলেছেন যে, এ অ্যাকশনে একইরকম বল করে হয়তো তিন ফরম্যাটে খেলতে পারব। এ জন্য বলের বাড়তি বাউন্সের দিক চিন্তা করে, ওভার স্পিনের কথা চিন্তা করে, বিভিন্ন বৈচিত্রের কথা চিন্তা করেই অ্যাকশন বদলে ফেলেছি। এর মধ্যে ফলও পাচ্ছি, বৈচিত্র পেতে সহায়তা করছে, নতুন অ্যাকশনে।’

বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে লাল বলের পাশাপাশি সাদা বলেও তাইজুল ইসলামকে রাখা হয়েছে। তাকে নিয়ে বিসিবির যে ভাবনার পরিবর্তন এসেছে তার প্রমাণও দিচ্ছেন তাইজুল। বিসিবির ভাবনার যথাযথ মূল্যায়ন করতেই হয়তো নিজেকেও নতুন করে গড়ছেন টাইগার এ বাঁহাতি স্পিনার।

করোনা পরবর্তী শ্রীলঙ্কা টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলে সেটি এখন না হওয়ার আশঙ্কায় রয়েছে। তবে তাইজুলের মতে, ‘আমরা যারা ক্রিকেটার, বা যেকোনো খেলার খেলোয়াড়ই বলুন, এতো লম্বা সময় খেলার বাইরে থাকা কঠিন। আমরা মাঠে থাকতেই পছন্দ করি। সামনে শ্রীলঙ্কা সিরিজ হওয়াটা তাই খুবই জরুরি। তাহলে ক্রিকেটাররা সবাই মাঠে ফিরতে পারব। আগের অবস্থায় ফিরতে পারলে ভালো লাগবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে ‘যাচ্ছে না’ বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফরে ‘যাচ্ছে না’ বাংলাদেশ ক্রিকেট দল

বিসিবির কড়া বার্তায় শ্রীলঙ্কাকে ভাবতে বললেন দেশটির ক্রীড়ামন্ত্রী

বিসিবির কড়া বার্তায় শ্রীলঙ্কাকে ভাবতে বললেন দেশটির ক্রীড়ামন্ত্রী

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি