শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
শ্রীলঙ্কা সফর না হলেও অনুশীলন চলবে টাইগারদের

ছবি : বিসিবি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বেধে দেওয়া শর্ত মেনে দেশটিতে টেস্ট সিরিজ খেলা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এমন জবাবে অনিশ্চিত এখন বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তবে টাইগারদের অনুশীলন আগের মতোই চলবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার সংবাদিকদের জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) যে শর্তাবলী দিয়েছে তা বিরল এবং শ্রীলঙ্কা যদি এসব শর্তে অটুট থাকে তবে বাংলাদেশের সফর করা সম্ভব নয়

শ্রীলঙ্কার শর্তে মাঝে প্রধান সমস্যা হলো কোয়ারেন্টাইন। দেশটিতে সফরে বাংলাদেশের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি কঠোর প্রটোকল মেনে হোটেল থেকে বের হওয়াও যাবে না।

এমন শর্তে শ্রীলঙ্কা সফরে রাজি নয় বাংলাদেশ। বিসিবি সভাপতির কড়া বার্তায় এখন শ্রীলঙ্কা সফর বাতিলের তালিকায় রয়েছে। যদিও সে দেশের ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কা বোর্ডকে বাংলাদেশের সফর নিয়ে নতুন করে ভাবতে বলেছেন

এদিকে ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কা সফর বাতিলের তালিকায় থাকায় হয়তো টাইগারদের অনুশীলনে কিছুটা ভাটা পড়তে পারে। তবে সেটি আর হচ্ছে না। কারণ, বিসিবি সভাপতি একই সঙ্গে এও জানিয়েছেন যে, শ্রীলঙ্কা সফর না হলেও যেভাবে হোক দেশের মাটিতে শিগগিরই ক্রিকেট ফেরানো হবে

সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের পঞ্চম ধাপ শেষ হয়েছে। সারাদিন আলোচনা শেষে বিকেলে শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানানো পর রাতেই তিন দিনের অনুশীলন সূচি দিয়েছে বিসিবি।

বিসিবের দেওয়া সূচি অনুযায়ী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। টাইগারদের ষষ্ঠ ধাপের এ অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফরাও। সোমবার থেকেই টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছে জাতীয় দলের চার বিদেশি কোচ; রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুক ও ট্রেনার নিক লি।

এদিকে কোচিং স্টাফরা যোগ দেওয়ায় এখন আর ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বলা যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে না বলা হলেও এখন জাতীয় দলের অনুশীলনে পরিণত হয়েছে। বিসিবির সূচি অনুযায়ী বিদেশি কোচদের অধিনে টাইগারদের এ ষষ্ঠ ধাপের অনুশীলন চলবে তিনদিন। যা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার শেষ হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ