দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভঙের অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষিদ্ধ দুই ক্রিকেটার হলেন- আমির হায়াত ও আশফাক আহমেদ।
এক বিবৃতি আইসিসি জানায়, মিডিয়াম পেসার আমির ও ব্যাটসম্যান আশফাককে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারা দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভঙ্গ করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালীন আশফাককে নিষিদ্ধ করে আমিরাতের ক্রিকেট বোর্ড। দেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন আফশাক। আর আমিরের ৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]