টাইগারদের অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরবিন্দ থেকে বের হয়ে ক্রিকেটাররা মাঠে অনুশীলনে ফিরলেও ছিলেন না বিদেশি কোচিং স্টাফরা। অবশেষে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রায় ছয় মাস পর ডোমিঙ্গো-গিবসনদের দেখা মিললো তামিম-তাসকিনদের অনুশীলনে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার পর নিরাপত্তার কারণে দেশের সকলপ্রকাল খেলাধুলা বন্ধ করে দেয় সরকার। টানা চার মাস ঘরবিন্দ থাকার পর গত ১৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নিরাপত্তায় ব্যক্তিগত অনুশীলনে মাঠে ফেরেন মুশফিকুর রহিমরা।

এরপর কয়েক দফা বিরতি দিয়ে টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চললেও বিদেশি কোচদের কেউ উপস্থিত ছিলেন না। করোনার কারণে নিজ নিজ দেশে অঘোষিত ছুটিতেই ছিলেন তারা। অবশেষে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) টাইগারদের অনুশীলনে মাঠে যোগ দিলেন বিদেশি কোচিং স্টাফরা।

সোমবার সকাল থেকে তামিম-মমিনুলদের ব্যাটিং অনুশীলন পর্যবেক্ষণ করেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, তাসকিন-রুরেলদের বোলিং পর্যবেক্ষণ করেন কোচ ওসি গিবসন। তারা ছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার নিক লি এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

বিদেশি কোচরা আজ মাঠে ফিরলেও তারা বাংলাদেশে এসেছে এক সপ্তাহ আগে। করোনা পরিস্থিতির কারণে হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন।

বাংলাদেশ সরকারের নিয়মানুযায়ী বিদেশ থেকে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক রয়েছৈ। তবে দুই দফা পরীক্ষায় পরীক্ষায় তাদের নেগেটিভ ফল আসায় সাত দিনেই মাঠে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশে আসার পর বিসিবির করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছিল ট্রেনার নিক লি। তবে নতুন পরীক্ষায় তিনিও নেগেটিভ হয়েছেন। যার ফলে ডোমিঙ্গোদের সাথে তিনি ফিরেছেন মাঠে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সামনে যেসব ‘বাধা’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সামনে যেসব ‘বাধা’

এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার