শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সামনে যেসব ‘বাধা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সামনে যেসব ‘বাধা’

ফাইল ফটো

টেস্ট সিরিজ খেলার আগে শ্রীলঙ্কাতেই পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ক্ষেত্রে টাইগারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ নিয়ম-কানুন। বিসিবি ও লঙ্কান বোর্ড সাতদিনের কোয়ারেন্টাইনে একমত হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের নির্দেশ রয়েছে।

বাংলাদেশ পরিকল্পনায় ছিল কোয়ারেন্টাইন চলাকালীনই নিজেদের প্রস্তুতি সেড়ে নেওয়া। তবে শ্রীলঙ্কার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ দলকে ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। জাতীয় দল ও হাই পারফরমেন্সের (এইচপি) ৬০ জন খেলোয়াড়ের সাথে অফিসিয়ালদের পাঁচ তারাকা হোটেলে ১৪ দিন রাখা, বিসিবির জন্য যথেষ্ট কঠিন বিষয়।

জাতীয় দল ও এইচপি দল নির্ধারিত সময়ের আগেই শ্রীলঙ্কায় পৌঁছানো, সিরিজের জন্য স্বাগতিকরা দায়িত্ব নেওয়ার আগে প্রথম দিকে দু’দলের যাবতীয় খরচ বিসিবিকে বহন করতে হবে। এছাড়া করোনার কারণে বাংলাদেশ থেকে ৩০ সদস্যের দল নেওয়া কথা জানিয়েছে শ্রীলঙ্কা। তবে সমাধানের বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ডিরেক্টর নাঈমুর রহমান দুর্জয়।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক দুর্জয় বলেন, ‘শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ থাকলেও দু’টি বোর্ড সাতদিনের কোয়ারেন্টাইনে একমত হয়েছে। আমরা কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুশীলন করার চিন্তা করেছিলাম, তবে এটি হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা আমাদের সব কিছু জানিয়েছি। তবে এটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নিয়ন্ত্রণে নেই। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আর্মিরা অর্ন্তভুক্ত রয়েছে। তারা এ সফরের সদস্য সংখ্যা কমানোর কথাও ভাবছেন। এটিও একটি বিষয়। তবে আমরা সদস্য সংখ্যা বাড়ানোর তথ্য দিয়েছি।’

শ্রীলঙ্কা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশকে কোন দল দিতে পারছে না। আমাদের জাতীয় ও এইচপি দল নিজেদের মধ্যে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে। তবে সফরের আগে বেশ কিছু ইস্যু তৈরি হওয়ায় সিরিজ নিয়ে অনিশ্চয়তা মানতে রাজি নন দুর্জয়।

গেম ডেভলপমেটে কমিটির চেয়ারম্যান দুর্জয় বলেন, ‘উদ্বেগের কারণ নেই। আপনি আসলে খেলতে চান, তবে সেখানে খেলার পরিবেশ থাকতে হবে। সেই পরিবেশটি তৈরি হয়েছে এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই খেলতে যাচ্ছি। ছয়-সাত মাস পর টেস্ট ম্যাচ খেলবো এবং যদি আমরা পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে না পারি, তবে তা খুব কঠিন হবে। উভয়ই বোর্ড আন্তরিক যাতে আমরা মাঠে নামতে পারি।’

তিনি বলেন, ‘এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ, তাই জাতীয় দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশীপটি মিস করি, তবে পরবর্তীতে নতুন সূচি বের করা কঠিন হয়ে পড়বে। তাই জাতীয় দলের জন্য টেস্ট সিরিজটি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

দুর্জয় আরও বলেন, ‘আমাদের এখনো জাতীয় দল ও এইচপি দলের একত্রে শ্রীলঙ্কা খেলানোর পরিকল্পনা রয়েছে। শ্রীলঙ্কা বোর্ড এবং আমাদের বোর্ড বেশ কিছু বিষয়ে একমতে পৌঁছেছে। তবে শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু পর্যবেক্ষণ করেছে, এ জন্য আমাদের কিছুটা ধীরগতিতে চলতে হচ্ছে। আমরা আজ (রোববার) বৈঠক করেছি। আমরা সব কিছু লঙ্কান বোর্ডকে জানাবো। এরপর শ্রীলঙ্কা বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের জাানবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, নিষিদ্ধের শঙ্কা

সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, নিষিদ্ধের শঙ্কা