সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস। নভেম্বর থেকে সুইডেন ক্রিকেট দলের দায়িত্ব নিবেন এই সাবেক ফিল্ডার কিংবদন্তি রোডস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জন্টি রোডসের সাথে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।
BREAKING NEWS!
— Cricket Sweden (@Swedish_Cricket) September 10, 2020
Swedish Cricket Federation to invest in junior cricket, high performance & growth through the appointment of South African cricket great, Jonty Rhodes as head coach.
Read more here: https://t.co/FNZvpwyz4k pic.twitter.com/5qhRk00VUw
বিবৃতিতে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানায়, ‘কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রোডসকে নিয়োগ দিয়ে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জুনিয়র ক্রিকেট ও হাই পারফরম্যান্স ক্রিকেটে বিনিয়োগ করতে চায়।’
সুইডেনের দায়িত্ব পেরে উচ্ছসিত ৫১ বছর বয়সী রোডস। তিনি বলেন, ‘পরিবারসহ সুইডেনে যাওয়া এবং সুইডিশ ক্রিকেটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সুযোগটি সঠিক সময়ে এসেছে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে আমার মেধা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
আইপিএলের কারণে বর্তমানে দুবাই আছেন রোডস। কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ তিনি। তার আগে দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সাথে জড়িত ছিলেন রোডস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্টে ২৫৩২ ও ২৪৫ ওয়ানডেতে ৫৯৩৫ রান করা রোডস জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]