সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০
সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

সুইডেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস। নভেম্বর থেকে সুইডেন ক্রিকেট দলের দায়িত্ব নিবেন এই সাবেক ফিল্ডার কিংবদন্তি রোডস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জন্টি রোডসের সাথে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।

বিবৃতিতে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানায়, ‘কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রোডসকে নিয়োগ দিয়ে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জুনিয়র ক্রিকেট ও হাই পারফরম্যান্স ক্রিকেটে বিনিয়োগ করতে চায়।’

সুইডেনের দায়িত্ব পেরে উচ্ছসিত ৫১ বছর বয়সী রোডস। তিনি বলেন, ‘পরিবারসহ সুইডেনে যাওয়া এবং সুইডিশ ক্রিকেটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। সুযোগটি সঠিক সময়ে এসেছে এবং সম্পূর্ণ নতুন পরিবেশে আমার মেধা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

আইপিএলের কারণে বর্তমানে দুবাই আছেন রোডস। কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ তিনি। তার আগে দীর্ঘ দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সাথে জড়িত ছিলেন রোডস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্টে ২৫৩২ ও ২৪৫ ওয়ানডেতে ৫৯৩৫ রান করা রোডস জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর ভেঙে ফিরছেন যুবরাজ সিংহ

অবসর ভেঙে ফিরছেন যুবরাজ সিংহ

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন রয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন রয়

বাবরকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে মালান

বাবরকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে মালান