ভারতীয় নারী ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী চান, ছেলেদের আইপিএলের মতোই মেয়েদের আইপিএলও হোক। এর ফলে বহু নতুন প্রতিভা উঠে আসবে এবং উপকৃত হবে দেশের নারী ক্রিকেট।
একটি ক্রিকেট ওয়েবসাইটের চ্যাট শোতে ঝুলন বলেন, ‘মেয়েদের পূর্ণ আইপিএলের জন্য প্রত্যেকেই অপেক্ষা করছি। আমাদের আইপিএল হলে দেশের ক্রিকেট আরও উন্নতি করবে। কত নতুন প্রতিভা উঠে আসবে। তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ব্যবহার করার সুযোগ পাবে। কত কিছু শিখতে পারবে।’
২০১৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের সেই হার এখনও মেনে নিতে পারেননি ঝুলন। কিংবদন্তি পেসারের মত, শেষ দশ ওভারে চাপ সামলাতে পারেনি ভারত।
ওই অনুষ্ঠানের ঝুলন বলেন, ‘লর্ডসের দর্শকভড়া গ্যালারির মধ্যে খেলার অনুভূতি অন্যরকম। ভারতের প্রচুর সমর্থক এসেছিলেন সে দিন মাঠে। সারা ম্যাচে আমরা ভালো খেলেছি। বলা যায় ৯০ ওভার দাপটের সঙ্গে খেলেছি। কিন্তু শেষ দশ ওভারে বিপক্ষের বোলাররা যে চাপ তৈরি করেছিল, তা সামলাতে আমরা ব্যর্থ হয়েছি। ফাইনালে হারের কারণ সেটাই।’
তিনি বলেন, ‘দলীয় সংহতি ও বোঝাপড়ার জন্য এত দূর পর্যন্ত যেতে পেরেছি। প্রত্যেকের সমান অবদান ছিল। স্মৃতি, শিখা, দীপ্তি, মিতালি, হরমনপ্রীত। অসাধারণ অভিজ্ঞতা বলা যেতে পারে।’
ঝুলনের বর্তমান বয়স ৩৭, এ বয়সেও মিডিয়াম পেস বোলার হিসেবে খেলে যেতে চান তিনি। বলেন, ‘বয়সটা কোন বিষয় নয়। ফিট থাকলে সব ঠিক থাকবে। আমি কখনও ট্রেনিংয়ে ফাঁকি দিই না। সবাইকে অনুরোধ করবো, তোমরাও ট্রেনিংয়ে ফাঁকি দিও না। আসল উন্নতি হবে ফিট থাকলেই।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]