করোনা পরীক্ষার নমুনা দিলেন টাইগার ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
করোনা পরীক্ষার নমুনা দিলেন টাইগার ক্রিকেটাররা

মিরপুরে অনুশীলনের ফেরানোর আগে জাতীয় ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের কোভিড-১৯ এর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রথম দিনে মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির মেডিকেল ইউনিট। ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফ। দ্বিতীয় দিন  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্রিকেটারসহ সাপোর্ট স্টাফদের নমুনা সংগ্রহ করা হবে।

এ পরীক্ষায় যারা নেগেটিভ হবেন তারা বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। আর যারা পজিটিভ হবেন তারা বিসিবির অধীনে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেবেন।

শ্রীলঙ্কা সফরের জন্য ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের আগে ও লঙ্কানদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আরও দুইবার খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে। শ্রীলঙ্কার উদ্দেশ্যে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ও এইচপি দল।

সোমবার প্রথম পর্বে ক্রিকেটারদের নমুনা নিজ-নিজ বাসা থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে। ক্রিকেটারদের করোনা টেস্ট পরীক্ষার নমুনা আরও পরে হওয়া কথা ছিল। কিন্তু সম্প্রতি তিনজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ক্রিকেটারদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করলো বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যারা এখানে অনুশীলনের জন্য এসেছে, তাদের পরীক্ষা করা হবে। কারণ, দেখা যাচ্ছে এটি ছড়িয়ে পড়ছে। যেহেতু জাতীয় দল ও এইচপি দল শ্রীলঙ্কা সফর করবে, তাই দু’দলের খেলোয়াড়দেরই করোনা পরীক্ষা করা হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার